বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেছেন, বাংলাদেশ পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের নির্মাণাধীন ক্যান্সার হাসপাতালের ভবনের ছাদ ধসের ঘটনায় গাফিলতি তদন্ত করা হচ্ছে। সবকিছু খতিয়ে দেখা হবে। শনিবার (১১ মার্চ) দুপুরে সাভারের আশুলিয়ার পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের ধসে যাওয়া ছাদ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ১০ তলার ছাদ ঢালাই হয়নি। কাছাকাছি কিছু বিম ঢালাই হচ্ছিল। তখনই ঘটনাটি ঘটে। পুরোটা দেখে বুঝেছি, কিছুটা তো গাফিলতি আছে। তদন্ত করে দেখব, কারও দায় থাকলে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, এ ভবনটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে ক্যান্সারের গবেষণা ও প্রশিক্ষণের কাজ করা হবে। আগে ক্যান্সার হলে শুধু পরিষ্কার করে দেওয়া হতো কিন্তু এখানে ক্যান্সার নির্ণয় ও চিকিৎসা করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জিয়াউল ইসলাম, পরমাণু শক্তি গবেষণার মহাপরিচালক দেবাশীষ পাল, পরমাণু শক্তি কমিশনের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা মঞ্জুরুল হাসানসহ অন্যান্য কর্মকর্তা।
এর আগে শুক্রবার বিকালে ভবনের ১০ তলার নির্মাণাধীন ছাদ ধসে পড়ে। এতে ৮ জন শ্রমিক আহত হয়। ২০১৬ সালে ভবনটি নির্মাণের কাজ শুরু হয়। ঠিকাদারি প্রতিষ্ঠান স্টার লাইট কোম্পানি ভবটির নির্মাণ কাজ করছে।