শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ১৭ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

টানা সাত মাস অনুপস্থিত থাকায় বরখাস্ত এমপি

আপডেট : ১৫ মার্চ ২০২৩, ১১:২০

টানা সাত মাস অনুপস্থিত থাকার পর মঙ্গলবার (১৪ মার্চ) জাপানের এমপি ইয়োশিকাজু হিগাশিতানিকে বরখাস্ত করা হয়। ইওশিকাজু একজন জনপ্রিয় ইউটিউবার। গত বছরের জুলাইয়ে এমপি হন তিনি। কিন্তু তিনি একদিনের জন্যও সংসদের কোনো অধিবেশনে যোগ দেননি। তার অব্যাহত অনুপস্থিতির কারণে সংসদের শৃঙ্খলা কমিটি তাকে বরখাস্তের সিদ্ধান্ত নেয়। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়, চলতি সপ্তাহের শেষের দিকে তাকে বহিষ্কারের আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসতে পারে। ইয়োশিকাজু 'গসেই' নামে পরিচিত ছিলেন যিনি সেলেব্রিটিদের নিয়ে গসিপ ভিডিও তৈরি করতেন। এটি কোনো সংসদ সদস্যের ওপর শৃঙ্খলা কমিটির সর্বোচ্চ শাস্তি। 

টানা সাত মাস অনুপস্থিত থাকার পর মঙ্গলবার (১৪ মার্চ) জাপানের এমপি ইয়োশিকাজু হিগাশিতানিকে বরখাস্ত করা হয়।

১৯৫০ সাল থেকে এমন ঘটনা আগে মাত্র দুইবার ঘটেছে। তবে জাপানে এই প্রথমবারের মতো একজন এমপিকে লাগাতার অনুপস্থিতির জন্য বরখাস্ত করা হলো। ইয়োশিকাজু জাপানে থাকেন না। তিনি সংযুক্ত আরব আমিরাতের স্থায়ী বাসিন্দা বলে ধারণা করা হচ্ছে। 

তার পার্লামেন্টে না আসার কারণ জাপানের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, ইয়োশিকাজু এর আগে জানিয়েছিলেন, তিনি আশঙ্কা করেছিলেন যে তিনি জাপানে গেলে প্রতারণার জন্য তাকে গ্রেফতার করা হতে পারে। তাছাড়া সেলেব্রিটিরা তার বিরুদ্ধে মানহানির মামলা করতে পারেন।

ইয়োশিকাজু জাপানে থাকেন না।

ইয়োশিকাজু জাপানের বিরোধী দল সেজিকা-জোশি-৪৮ থেকে নির্বাচিত দুই এমপির একজন। দলটি আগে এনএইচকে পার্টি নামে পরিচিত ছিল। ইয়োশিকাজুকে গত সপ্তাহে পার্লামেন্ট নির্দেশ দিয়েছিল, টোকিওতে এসে সরাসরি পার্লামেন্টে হাজির হয়ে তার দীর্ঘ অনুপস্থিতির জন্য ক্ষমা চাইতে। 

তখন বলা হয়, এটাই তার মুক্তির একমাত্র পথ। কিন্তু ইয়োশিকাজু এই আদেশ মানেননি। উল্টো তিনি তার ইউটিউব চ্যানেলে তুরস্ক সফরের ঘোষণা দিয়েছেন। তিনি জানান, সেখানে তিনি তার বেতন ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য দান করবেন।

ইত্তেফাক/ডিএস