সাভারের আশুলিয়ায় একটি কারখানার সেপটিক ট্যাংক পরিস্কার করতে নেমে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১৬ মার্চ) রাত ৯ টার দিকে সেপটিক ট্যাংকের ভেতর থেকে তাদের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
জানা গেছে, গতকাল বুধবার বিকেল আশুলিয়ার শিমুলতলা দরগারপাড় এলাকার আল-রহমান নিট ফ্যাশন বিডি লিমিটেড কারখানায় সেপটিক ট্যাংক পরিস্কার করতে নামেন পরিচ্ছন্নতা কর্মী মিঠু, কারখানার শ্রমিক রাকিব ও মোহাম্মদ আলী। পরে তারা সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে অজ্ঞান হয়ে ভেতরে আটকে পড়েন।
পরে কারখানা কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে সেফটিক ট্যাংক থেকে তিন শ্রমিকের লাশ উদ্ধার করে।
ডিইপিজেড ফায়ার সার্ভিস স্টেশন অফিসার জহিরুল ইসলাম বলেন, সেপটিক ট্যাংক থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে।
নিহতের স্বজনরা অভিযোগ করেন কারখানা কর্তৃপক্ষের অবহেলার কারণে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে।