শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ১৬ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

৫ বছর পর প্রথম নিরাপত্তা আলোচনার আয়োজন জাপান-দক্ষিণ কোরিয়ার

আপডেট : ১৬ মার্চ ২০২৩, ১২:১৯

জাপান ও দক্ষিণ কোরিয়া দ্বিপাক্ষিক নিরাপত্তা সংলাপ আবার শুরু করতে যাচ্ছে। দুই দেশের দাবি, উত্তর কোরিয়া যখন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এমন সময়ে সহযোগিতা জোরদার করাই এই সংলাপের উদ্দেশ্য। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সং-নিওল জাপানের প্রধানমন্ত্রী কিশিদা ফুমিওর সঙ্গে শীর্ষ বৈঠকের জন্য বৃহস্পতিবার (১৫ মার্চ) ও শুক্রবার (১৬ মার্চ) জাপান সফর করবেন। প্রায় চার বছরের মধ্যে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের এটিই প্রথম জাপান সফর।

জাপান ও দক্ষিণ কোরিয়া দ্বিপাক্ষিক নিরাপত্তা সংলাপ আবার শুরু করতে যাচ্ছে।

দুই দেশের বিদেশী ও প্রতিরক্ষা কর্মকর্তাদের মধ্যে নিরাপত্তা সংলাপ পুনরায় শুরু করার জন্য সব ধরনের প্রচেষ্টা করা হয়েছে। আবারও শুরু হলে সেই সংলাপ হবে প্রায় পাঁচ বছরের মধ্যে প্রথম। এর আগে ২০১৮ সালে দুই দেশের মধ্যে বিভিন্ন ইস্যুতে দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতির কারণে সংলাপ বন্ধ হয়ে যায়। 

ফলস্বরূপ, উভয় পক্ষ একে অপরের দেশে সফররত নেতাদের পারস্পরিক ভ্রমণ কূটনীতি আবার শুরু হবে কিনা তা নিয়েও আলোচনা চালিয়ে যাচ্ছে। এদিকে দক্ষিণ কোরিয়া ও জাপানের মধ্যে ঐতিহাসিক বৈঠকের মাত্র কয়েক ঘণ্টা আগে বৃহস্পতিবার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। 

দক্ষিণ কোরিয়া ও জাপানের মধ্যে ঐতিহাসিক বৈঠকের মাত্র কয়েক ঘণ্টা আগে বৃহস্পতিবার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। 

কোরীয় উপদ্বীপে পাঁচ বছরের মধ্যে সবচেয়ে বড় সামরিক মহড়া চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। এদিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের এই ঘটনাটি ঘটেছে। এর আগে উত্তর কোরিয়া জানিয়েছিল, তারা এই ধরনের সামরিক মহড়াকে উসকানি হিসেবে দেখে এবং যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যেকোনো হুমকির জবাব দিতে প্রস্তুত।

ইত্তেফাক/ডিএস