মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

বাংলায় আইইএলটিএস শেখান রাশেদ

আপডেট : ২৪ মার্চ ২০২৩, ২১:৩২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের ছাত্র রাশেদ হোসেন। বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম দিনের ক্লাসে শিক্ষক হিসাবে পান সাফায়েত হোসেনকে। যিনি লেখাপড়া করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে। শিক্ষক সাফায়েত হোসেন প্রায়ই ক্লাসে উচ্চশিক্ষায় বহির্বিশ্বের বিভিন্ন দেশে যাওয়া নিয়ে নানা কথা বলতেন, উত্সাহ-উদ্দীপনা যোগাতেন। ব্যাপারটি মনে ধরে যায় রাশেদের। তাই বাজার থেকে কিছু ইংরেজি শেখার বই কিনে শুরু করে দেন জিম্যাট’র প্রস্তুতি। অ্যাকাডেমিক পড়াশোনা থেকে যেন এদিকেই ফোকাসটা বেশি হতে লাগল। রাশেদের এমন আগ্রহে হাসাহাসি শুরু করে বন্ধুরা। তবে রাশেদ ধীরে ধীরে যুক্ত হন বেশকিছু জিম্যাট-আইইএলটিএস ভিত্তিক কমিউনিটিতে। ইংলিশ রিডিং-এ রাশেদের পারদর্শিতা দেখে সেখানকার বন্ধুরা ধরেন তাদের ক্লাস নেওয়ার জন্য।

রাশেদ পড়াশোনার ফাঁকে ফাঁকে তাদের ক্লাস নেওয়া শুরু করেন। কিছু দিনেই পেলেন দারুণ সাড়া। আরো অনেকেই ভিড়তে লাগলেন ইংরেজি শেখার জন্য। তবে রাশেদের কাছে মনে হতে লাগল— আমরা গতানুগতিক যে ধারায় ইংরেজির প্রস্তুতি নিয়ে আসছি তা বড্ড নীরস। ইংরেজি একটি ভিন্ন ভাষা; তাকে দখলে নিতে অবশ্যই মাতৃভাষার সংস্পর্শ রাখতে হবে। সেই ভাবনা থেকে ফেসবুকে ‘বাংলায় IELTS’ নামে কমিউনিটি গড়ে তুলেন। যেখানে মজার ছলে আইইএলটিএস প্রস্তুতির পরামর্শ দিতে থাকলেন। পাশাপাশি ইউটিউবে নানা বিষয়ে ভিডিও লেকচার দেওয়া শুরু করেন। রাশেদের লেকচারগুলো খুবই প্রাণবন্ত হওয়ায় দ্রুতই মেলে জনপ্রিয়তা। পরবর্তী সময়ে একটি ওয়েব প্লাটফর্মও চালু করেন।

ইত্তেফাক প্রজন্মকে দেওয়া এক সাক্ষাৎকারে রাশেদ বলেন, ‘প্রায় বিশ হাজার মানুষের আইইএলটিএস-এ ভালো স্কোরের নেপথ্যে কাজ করার সুযোগ পেয়েছি। এখানেই বড় তৃপ্তি। আমার প্লাটফর্মগুলো সকলের জন্য ফ্রি এবং উন্মুক্ত। যেকেউ চাইলেই শিখতে পারেন। আইইএলটিএস প্রস্তুতি নিয়ে অনেকের মধ্যে ভীতি থাকে। আমি সবসময় চেয়েছি ব্যাপারটাকে একটু ভিন্নভাবে উপস্থাপন করতে, যেন মানুষ আগ্রহ হারিয়ে না ফেলে।’ আইইএলটিএস পরীক্ষায় ভালো স্কোর পাওয়ার রসায়নটা জানতে চাইলে রাশেদ বলেন, ‘প্রথমত ভোকাবুলারি এবং রিডিং স্কিল ডেভেলপ করতে হবে। গতানুগতিক শীটের ধারণা থেকে বের হয়ে সরাসরি ক্যাম্ব্রিজের বইয়ের দিকে জোর দিতে হবে।’ 

ইত্তেফাক/এএইচপি