সোমবার, ০৫ জুন ২০২৩, ২২ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন শামীম ওসমান

আপডেট : ২৫ মার্চ ২০২৩, ১৮:৫৮

নারায়ণগঞ্জ-৪ আসনের প্রভাবশালী সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক একেএম শামীম ওসমানের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় বাড়িতে ফিরেছেন। গত বুধবার রাতে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুই দিন চিকিৎসাধীন ছিলেন তিনি।

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম শনিবার (২৫ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করে জানান, চিকিৎসকের পরার্মশে গত শুক্রবার তিনি (শামীম ওসমান) বাড়িতে চলে গিয়েছেন। তবে বর্তমানে চিকিৎসকের পরার্মশে বিশ্রামে আছেন। গত বৃহস্পতিবার বিকালে তার সহধর্মিণী সালমা ওসমান লিপি ও ছেলে ইমতিনান ওসমান অয়ন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শামীম ওসমানের সুস্থতা কামনায় পরিবারের পক্ষ থেকে সবার দোয়া চান।

ইত্তেফাক/পিও