বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১৩ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

২৬৩ বস্তা সারসহ সাবেক ইউপি চেয়ারম্যান আটক

আপডেট : ১৩ এপ্রিল ২০২৩, ১৯:৩১

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় অবৈধভাবে ২৬৩ বস্তা সার মজুত করে রাখার ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যানকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার সরকারপাড়া এলাকা থেকে ইউএনও সোহাগ চন্দ্র সাহা অভিযান চালিয়ে এগুলো জব্দ করেন। এ ঘটনায় বিসিআইসির ডিলার ও সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তাফা জামান রাজুকে আটক করা হয়েছে।

জানা যায়, মেসার্স রুম্পা ট্রেডার্সের মালিক মোস্তফা জামান রাজু বাজারের সারের দাম বেড়ে যাওয়ার আগেই অবৈধভাবে দুটি স্থানে ২৬৩ বস্তা ডিএপি সার মজুদ করে রেখেছিলেন। বিষয়টি জানাজানি হলে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত অভিযান চালিয়ে বুড়াবুড়ি সরকারপাড়ার এলাকার ফয়জুল হকের বাড়ি থেকে ১৭৩ বস্তা ও মোস্তফা জামান রাজুর চা বাগানের একটি ঘর থেকে মজুদ রাখা ৯০ বস্তা সার উদ্ধার করা হয়। 

স্থানীয়রা জানান, এভাবে সার মজুদ রেখে কৃষকদের কাছ থেকে সারের দাম বেশি নেওয়া হয়। দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। 

অভিযুক্ত মোস্তাফা জামান রাজু বলেন, আমি সারের ডিলার, চুরি-ডাকাতি করিনি। বুড়াবুড়ি বাজারে গোডাউন না পাওয়ায় এখানে রাখতে হয়েছে। এসব বিষয়ে কোনো আইন জানা না থাকায় এভাবে রেখেছিলাম।

তেঁতুলিয়া মডেল থানার ওসি আবু সাঈদ চৌধুরী বলেন, সার জব্দের ঘটনায় বিসিআইসির ডিলার ও মেসার্স রুম্পা ট্রেডার্সের মালিক মোস্তফা জামান রাজুকে আটক করা হয়েছে। এ বিষয়ে থানায় মামলা হয়েছে। 

তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহা বলেন, অবৈধভাবে ২৬৩ বস্তা সার মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৬৩ বস্তা ডিএসপি সার জব্দ করা হয়েছে। এ ঘটনায় বিসিআইসির ডিলার মোস্তফা জামান রাজুকে আটক করা হয়েছে। সারের কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ইত্তেফাক/এবি/পিও