বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩, ৬ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

মাধবপুরে সেনাবাহিনীর খাদ্য সামগ্রী বিতরণ 

আপডেট : ১৮ এপ্রিল ২০২৩, ১৬:৩৫

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী ১৭ পদাতিক ডিভিশন হবিগঞ্জের মাধবপুরে ২৮০ জন হতদরিদ্র মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে। 

মঙ্গলবার (১৮ এপ্রিল) সকালে স্থানীয় মৌলানা আছাদ আলী কলেজ মাঠে পৌরসভা ও নোয়াপাড়া ইউনিয়নের এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

খাদ্যসামগ্রী বিতরণ করেন ১৭ পদাতিক ডিভিশনের ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান, মেজর ফকরুল ইসলাম ও ক্যাপ্টেন ইমামসহ সেনা কর্মকর্তারা। 

এ সময় আরও উপস্থিত ছিলেন মাধবপুর পৌরমেয়র হাবিবুর রহমান মানিক, নোয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আতাউল মোস্তফা সোহেলসহ কাউন্সিলররা।

 

ইত্তেফাক/পিও