ফেনীর সোনাগাজীতে জমি নিয়ে বিরোধের জেরে মো. হারুন নামে এক প্রতিবন্ধী যুবককে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২ মে) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের লন্ডনীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, মঙ্গলবার বিকালে হারুন তার নিজের জমি থেকে মাটি কাটার সময় আরিফুল ইসলাম ও রাশেদ জায়গাটি নিজেদের দাবি করে বাধা দেয়। এর প্রতিবাদ করায় আরিফুল ইসলাম ও রাশেদ হারুনের ওপর হামলা চালায়। এ সময় তাকে কুপিয়ে হত্যাচেষ্টা করে। পরে স্থানীয়রা উদ্ধার করে হারুনকে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
স্থানীয়রা জানায়, হারুন প্রতিবন্ধী হওয়ায় জোরপূর্বক তার জমি দখল করতে চেয়েছিল। কিন্তু হারুন দিতে অস্বীকৃতি জানানোর কারণে তার ওপর হামলা চালায়।
হারুনের স্ত্রী সুলতানা রাজিয়া বলেন, আমার স্বামীর কোনো ভাই নেই। ছেলে সন্তানও নেই। তাই আরিফুল ও রাশেদ বিভিন্ন সময় হুমকি-ধামকি দিতো। জমিগুলো ছেড়ে দিতে বিভিন্ন চাপ দিয়েছিল। ভয়ে চলাচলের পথও তাদের দিয়ে দিয়েছি। তারপরও তারা আমার স্বামীকে মেরে ফেলার জন্য কুপিয়েছে। দোষীদের কঠিন বিচারের দাবি জানায়।
অভিযুক্ত আরিফের ভাই আব্দুল্লাহ বলেন, আমাদের জায়গায় তারা মাটি কেটে ফেলার সময় আমার ভাই বাঁধা দেয়। এ সময় হাতাহাতি হয়। হারুন গালিগালাজ করায় আমার ভাই তাকে কুপিয়েছে। আমি ঢাকায় ছিলাম। তারা আমাকেও আসামি করেছে।
সোনাগাজী মডেল থানার ওসি মুহাম্মদ খালেদ হোসেন দাইয়্যান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ পেয়েছি। জড়িতদের গ্রেপ্তার অভিযান চলছে।