রোববার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ৯ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী

আপডেট : ০৭ জুন ২০২৩, ২২:০৭

গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন।বুধবার (৭ জুন) বিকালে তিনি তার নির্বাচনী এলাকা নিয়মিত পরিদর্শন কর্মসূচিতে এখানে আসেন।
 
তিনি হাসপাতালের ব্যবস্থাপনা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, চিকিৎসা ব্যবস্থা ও হাসপাতালের সার্বিক পরিস্থিতি অবহিত ও দেখে সন্তোষ প্রকাশ করেন। 

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সাজ্জাদুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যাপক মো. হাবিবুর রহমান হাবিব, সিনিয়র কনসালটেন্ট ডা. হরিমোহন পণ্ডিত, আবাসিক মেডিকেল অফিসার ডা. মোস্তাফিজুর রহমান,  ডা. তন্ময় সাহাসহ হাসপাতালে কর্মরত চিকিৎসক ও অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক পরিস্থিতি অবহিত ও কার্যক্রম  ঘুরিয়ে দেখান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হুমায়ূন কবীর। 

এর আগে স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ও কর্মচারীরা তাকে ফুল দিয়ে বরণ করেন।

ইত্তেফাক/পিও