ছেলেবেলা থেকেই কোনো জিনিস একবার মাথায় ঢুকলে সেটা তার মাথা থেকে তাড়ানো সম্ভব হতো না। এমনকি ছোটবেলায় যদি কোনো খেলনা বানাতেন, সেটাও হওয়া চাই পারফেক্ট! আজ তিনি দেশের শীর্ষস্থানীয় আর অ্যান্ড জি থার্ড আই কনসালটেন্সি ফার্মের প্রতিষ্ঠাতা এবং চিফ ইন্সপাইরেশনাল অফিসার। এ প্রজন্মের মেধাবী একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার মো. মাহবুবুর রহমান। তার হাত ধরে এ টেক্সটাইল আর অ্যান্ড জি থার্ড আই কনসালটেন্সি অনেক দূর এগিয়েছে।
প্রযুক্তি যেখানে, প্রকৌশলীদের প্রয়োজনও সেখানে। আর এজন্য দেশ, দেশের বাইরে পড়াশোনারও সুযোগ রয়েছে।
তিনি ১০ বছর ছিলেন সাংহাইতে। চীনের সেরা টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ডোংহুয়া বিশ্ববিদ্যালয় থেকে পোশাক প্রকৌশলে এমএসসি সম্পন্ন করে পিএইচডির জন্য তিন বছর পড়াশোনা করেন। তবে কোভিড-১৯ এবং অন্যান্য ব্যবসায়িক সমস্যার কারণে তিনি এটি সম্পন্ন করতে পারেননি। তিনি জার্মানির নারীদের গুরুত্বপূর্ণ ফ্যাশন ব্র্যান্ড ‘গেরি ওয়েবার’-এ কাজ করেছেন। এছাড়াও সুইজারল্যান্ডভিত্তিক কোম্পানি ‘হারমা’-তেও কর্মদক্ষতার ছাপ রেখেছেন তিনি। মো. মাহবুবুর রহমান ১৫তম এশিয়ান টেক্সটাইল সম্মেলন ও নবম চায়না টেক্সটাইল একাডেমিক সম্মেলনসহ বিভিন্ন কর্মশালা, প্রশিক্ষণ সেশনে অতিথি এবং বক্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ডংহুয়া ইউনিভার্সিটিতে প্রবাসী শিক্ষার্থীদের জন্য আবাসিক উপদেষ্টা হিসেবে কাজ করেছেন এবং সেই সঙ্গে এক্সেলেন্ট সোক্লাল ওয়ার্ক অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। তিনি রোটারি ক্লাব এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সদস্য।
মো. মাহবুবুর রহমান একজন দক্ষ শিক্ষাবিদও বটে। চীন ও বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষকতার অভিজ্ঞতা রয়েছে তার। গত ৫ বছরে ২০ হাজারেরও বেশি লোককে প্রশিক্ষণ দিয়েছেন। তিনি চীনের শানডং ভোকেশনাল কলেজ অফ লাইট ইন্ডাস্ট্রির সাথে সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাউথইস্ট ইউনিভার্সিটিতে চীনা ভাষা পড়ান।
নিজের অধ্যবসায় এবং অদম্য চেষ্টায় গড়ে তোলেন আর অ্যান্ড জি থার্ড আই কনসালটেন্সি ফার্ম। এটি ISO 9001:2015 সার্টিফাইড চীনভিত্তিক পরামর্শদাতা সংস্থা। প্রতিষ্ঠানটি টেক্সটাইল, আরএমজি এবং জুতা শিল্পের জন্য বিশেষ সহায়তা দিয়ে থাকে। ফার্মটির বাংলাদেশের অফিসে ১২০ জনের বেশি বিশেষজ্ঞ রয়েছেন। যাদের প্রধান হিসেবে কাজ করছেন মাহবুবুর রহমান। এছাড়াও দেশে বৈদেশিক বিনিয়োগে উত্সাহিত করার প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, চীনের বেশ কিছু প্রতিষ্ঠানকে বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে সহায়তা দিয়ে আসছে এ কনসালটেন্সি ফার্ম। বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সাথে সম্মিলিতভাবে কাজ করছে।
ফার্মটি নিট গার্মেন্টস ফ্যাক্টরি, ওভেন গার্মেন্ট ফ্যাক্টরি, স্পিনিং, নিটিং, ওয়েভিং, ডাইং মিল এবং জুতা শিল্পকে তাদের এইচআর-এডমিন, অভ্যন্তরীণ অডিট ও কন্ট্রোল সিস্টেম, স্টোর ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং সিস্টেম, প্ল্যানিং অ্যান্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, মার্কেটিং/মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্ট, আইই টেকনিক্যাল অ্যান্ড কোয়ালিটি মেথোডোলজিস, আইই টেকনোলজি এবং মান উন্নয়নের পরিষেবা প্রদানসহ কাটিং বিভাগ, উত্পাদন ব্যবস্থাপনা পদ্ধতি ও পণ্যের গুণগতমান নিশ্চিতকরণের কাজ করে।