সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ১৯ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

সাঈদীর চিকিৎসা ও মামলার রায় নিয়ে প্রশ্ন তুলেছেন ফখরুল

আপডেট : ১৬ আগস্ট ২০২৩, ১৭:৪৮

জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর সঠিক চিকিৎসা নিয়ে সংশয় প্রকাশ করে তার বিচারের রায় সঠিক হয়নি বলেও প্রশ্ন তোলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

বুধবার (১৬ আগস্ট) দুপুরে ঠাকুরগাঁওয়ে জেলা বিএনপির আয়োজনে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র রোগমুক্তির জন্য দোয়া মাহফিল ও আলোচনা সভায় এ কথা বলেন তিনি। 

তিনি বলে, দেলোয়ার হোসেন সাঈদীর রাজনৈতিক ব্যাপারে আমি কিছু বলতে চাই না। তবে তিনি যে প্রখ্যাত আলেম ছিলেন, তিনি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ছিলেন এবং তার পাণ্ডিত্যের কোনো সীমা ছিল না। তার চিকিৎসার সুব্যবস্থা হয়েছে বলে আমরা পত্রপত্রিকায় দেখতে পাচ্ছি না। তাকে যে মামলায় সাজা দেওয়া হয়েছে, তা পুরোপুরি ন্যায় সঙ্গত হয়েছে বলে আমাদের জানা নেই, কারণ এই সম্পর্কে দেশে বিদেশে অনেক প্রশ্ন আছে। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী এই বিচার হয়নি।

ছবি: ইত্তেফাক
  
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া অনেক অসুস্থ জানিয়ে তিনি বলেস, দেশ নেত্রীকে অবিলম্বে ‍মুক্তি দিয়ে উন্নত চিকিৎসা প্রদান না করলে দেশের মানুষ আর আপনাদের ক্ষমতায় থাকতে দিবেন না বলে মন্তব্য করেন তিনি। 

ফখরুল বলেন, এদেশের মানুষ জেগে উঠেছে। জেলা জেলা মহাসমাবেশগুলোতে তারা পরিষ্কার বলে দিয়েছে আপনারা আর ক্ষমতায় থাকতে পারবেন না। আর একতরফা নির্বাচন করতে দেওয়া হবে না। এদেশের মানুষ তা আর করতে দেবে না। শুধু আমরা নই আন্তর্জাতিক মহল বলছে, অতিতের নির্বাচন গুলো সুষ্ঠ হয়নি। এবারের নির্বাচন যদি সকলের অংশগ্রহণে সুষ্ঠ অবাধ না হয় তাহলে সেই নির্বাচন আমরা গ্রহণ করব না। তাই আমরা সকল শক্তিতে বলিয়ান। আমরা মানুষের শক্তিতে বলিয়ান ও আন্তর্জাতিক বিশ্বেও বলিয়ান।

নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এই সরকারকে হঠাতে না পারলে বিএনপিকে কচুকাটা করা হবে, তাই দলের নেতা-কর্মীদের আরও সক্রিয় আন্দোলনের জন্য আহবান জানান তিনি। এছাড়াও তিনি দেলোয়ার হোসেন সাঈদীর বিচারের রায় সঠিক হয়নি বলেও প্রশ্ন তুলে বলেন আন্তর্জাতিক মানদন্ড অনুযায়ী তার বিচার হয়। 

এ সময় ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি তৈইমুর রহমান, সহসভাপতি পয়গাম আলীসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/পিও