শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ২৩ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

‘বিএনপি জামাত ক্ষমতার রাজনীতি করে বলেই এই দু:সময়ে মানুষের পাশে নেই’

আপডেট : ১৮ আগস্ট ২০২৩, ২২:৫৬

বাংলাদেশ আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন বলেছেন, এবার সাতকানিয়া, লোহাগাড়াসহ দক্ষিণ চট্টগ্রামে স্মরণাতীত কালের ভয়াবহ বন্যায় মানুষ বিপুল ক্ষতির সম্মুখীন হয়েছে। ঘটেছে বহু প্রাণহানি। এই দূর্যোগে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামীলীগের নেতাকর্মীরা সার্বক্ষণিক বন্যার্ত মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। অথচ এই সংকটকালে বিএনপি জামাতের কেউই মানুষের পাশে নেই। কারণ তারা রাজনীতি করে শুধুমাত্র ক্ষমতায় গিয়ে লুটপাট করার জন্য। 

শুক্রবার (১৮ আগস্ট) সকাল থেকে সন্ধ্যা অবধি লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ও পদুয়া ইউনিয়ন সাতকানিয়া উপজেলার নলুয়া, আমিলাইশ, চরতি ও কাঞ্চনা ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন এবং ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এইসব কথা বলেন। 

এই সময় তার সাথে ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন চৌধুরী, অধ্যাপক মাসুম চৌধুরী  উপজেলা আওয়ামীলীগ নেতা মুজিবুর রহমান, মোহাম্মদ শাহজাহান, মুক্তিযোদ্ধা মোহাম্মদ মিয়া, তৈয়বুল হক বেদার, এস এম মামুন, মামুনুর রশিদ, নুরুল হক, চেয়ারম্যান মোজাম্মেল হক চৌধুরী, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা জিয়াউর রহমান,  কামাল উদ্দিন,নুরুল আবছার, মানিক, মোখলেসুর রহমান জাকের,মাঈনুদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের জায়েদ বিন কাশেম, তাঁতী লীগের আলিম, মৎস্যজীবী লীগের হারুনুর রশিদ রাশু, যুবলীগ নেতা রাশেদ, মোরশেদ, মুন্তাসির জেলা ছাত্রলীগের জয়নাল আবেদীন প্রমুখ।  

আমিনুল ইসলাম আরো বলেন অতীতেই দেশের কোন ক্রাইসিস সময়ে বিএনপি জামাতকে  দেখা যায়নি। তাদের ক্ষমতায় থাকাকালে দেশ দূর্ণীতিতে ৫ বার চ্যাম্পিয়ন হয়, খাদ্য ঘাটতি হয়, বিদ্যুত ও সার চাইলে মানুষ খুন হয়। হাওয়া ভবন বানিয়ে লুটপাট হয়। তারা এখন বিদেশীদের কাছে ধর্ণা দিয়ে ক্ষমতার স্বপ্নে বিভোর। কিন্তু আগামী নির্বাচনে দেশের মানুষ অবশ্যই তাদের প্রত্যাখান করবে। তাই তারা নির্বাচন বানচালের নানা ষড়যন্ত্র ও চক্রান্তে লিপ্ত। 
তিনি আবারো নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার সরকার প্রতিষ্ঠার মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সবাইকে কাজ করার আহবান জানান।

ইত্তেফাক/এএইচপি