বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ১৯ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

মেডিক্যাল স্টুডেন্ট সোসাইটির উদ্যোগে 'ওয়াক দ্য টক' কর্মসূচি

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৩, ০০:২৬

দেশে প্রথমবারের মতো 'ওয়াক দ্য টক' কর্মসূচি আয়োজন করেছে বাংলাদেশ মেডিকেল স্টুডেন্টস সোসাইটি (বিএমএসএস)। বিশ্ব স্বাস্থ্য সংস্থার 'গ্লোবাল ওয়াক দ্য টক' কর্মসূচির অংশ হিসেবে এমন আয়োজন অনুষ্ঠিত হলো। হাঁটা, যোগব্যায়াম ও শরীরচর্চার মাধ্যমে সকল প্রজন্মের মানুষের জন্য সুস্বাস্থ্যের বার্তা দিতেই এই উদ্যোগ।

রবিবার (১৩ আগস্ট) ৪৫টি মেডিকেল কলেজের ৫০০ শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি ড. বরদান জং রানা, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, স্বাস্থ্যসেবা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মো. শাহাদত হোসেন, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. আবু জামিল ফয়সল।

অংশগ্রহণকারীদের শরীরচর্চা

নগর ভবনে আলোচনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। 'জীবন একটি যাত্রা, তাই হাঁটা উপভোগ করুন'-এই স্লোগানের ওপর ভিত্তি করে তোলা বিভিন্ন ছবি নিয়ে একটি প্রদর্শনীরও আয়োজন করা হয় এসময়। এরপর মূল কর্মসূচি হিসেবে পদযাত্রা শুরু হয়। উত্তর সিটি কর্পোরেশন থেকে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে গিয়ে শেষ হয় পদযাত্রা। পরে অংশগ্রহণকারীরা যোগব্যায়ামের সেশন করেন।

আয়োজকদের পক্ষ থেকে উত্তর সিটির মেয়র আতিকুল ইসলামের হাতে সম্মাননা তুলে দেওয়া হচ্ছে

মেডিকেল স্টুডেন্টস সোসাইটির এই আয়োজন সমন্বয় করেছেন ইফতেখার আহমদ সাকিব। আয়োজনে সার্বিক সহযোগিতা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। মিডিয়া পার্টনার ছিল দৈনিক ইত্তেফাক।

ইত্তেফাক/এসটিএম

এ সম্পর্কিত আরও পড়ুন