বাংলা সাহিত্যের অমর কবি শহীদ কাদরী'র কবিতা দিয়ে সিলেটে এক ঝাঁক কবির কবিতা অনুরাগী অংশগ্রহণে উদ্বোধন হয়েছে নিয়মিত কবিতা পাঠের আসর 'মঙ্গল সন্ধ্যা'।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় তরুণ কবি তানভীর মাহতাব সামীর পাঠের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান।
একে একে কবিতা আবৃত্তি করেন- অধ্যক্ষ কবি কাইয়ূম চৌধুরী, কবি শরীফ আহমেদ, কবি এনামুল হক এনাম, কবি আব্দুল মুনিম, কবি মুবিন চৌধুরী, কবি জাকিয়া সুলতানা বাবলী, কবি ধ্রুব গৌতম, কবি নিলয়নীল আরিয়ান হোসেন, কবি শাহনাজ বেগম, কবি ওয়ারিছ উদ্দিন।
এসময় সভায় কবির ভক্ত অনুরাগীরা মাধ্যমিক শিক্ষাক্রমে কবি শহীদ কাদরীর কবিতা অন্তর্ভুক্তির দাবী জানান।
অনুষ্ঠান শেষে চমক হিসাবে ছিল ছোট্ট বন্ধু কামরুল হাসান ওয়াসির কণ্ঠে ভাষা ও সাহিত্যে একুশে পদক প্রাপ্ত, বেঙ্গল সেন্টার জার্মানির চেয়ারপার্সন কবি নাজমুন নেসা পিয়ারির কবিতা আবৃত্তি।