চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় জঙ্গল সলিমপুরে উচ্ছেদ অভিযানের ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলার ঘটনায় ইউএনও, এসিল্যান্ড ও থানার ওসিসহ ৮ পুলিশ সদস্য আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকার ১০টা থেকে উপজেলা নির্বাহী অফিসার কেএম রফিকুল ইসলামের নেতৃত্বে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিন এবং সীতাকুণ্ড মডেল থানার ওসি তোফায়েল আহমদসহ শতাধিক পুলিশ ফোর্স নিয়ে জঙ্গল সলিমপুরে অবৈধভাবে বসবাসকারী সন্ত্রাসীদেরকে উচ্ছেদের অভিযান চালান।
এদিকে অভিযান চলার সময় দুপুর ২টায় হঠাৎ করে জঙ্গল সলিমপুরে অবৈধভাবে বসবাসকারী সন্ত্রাসীরা অত্যাধনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে উচ্ছেদ অভিযানে অংশগ্রহণকারীদের ওপর হামলা চালালে উপজেলা নির্বাহী অফিসার কেএম রফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. আলা উদ্দিন ও মডেল থানার ওসি তোফায়েল আহমদসহ ৮ পুলিশ সদস্য আহত হন। গুরুতর আহত অবস্থায় ইউএনও রফিকুল ইসলামকে চট্টগ্রাম শহরের ম্যাক্স হাসপাতালে ভর্তি করানো হয়।
এ ব্যাপারে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ টিআই মো. সামিউল আলম ঘটনার সত্যতা স্বিকার করে বলেন, সন্ত্রাসীদের হঠাৎ আক্রমণে আমরা হতভম্ব হয়ে যাই এবং আমাদের ইউএনও স্যারসহ বেশ কয়েকজন আহত হয়। পরে আমরা সন্ত্রাসীদের প্রতিহত করতে সক্ষম হই।