রোববার, ১০ ডিসেম্বর ২০২৩, ২৫ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

একাকীত্বকে উদযাপন করুন সিঙ্গেল দিবসে

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৫২

‘তোমারেই যেন ভালোবাসিয়াছি শত রূপে, শতবার জনমে জনমে যুগে যুগে অনিবার’—কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এমন যুগল প্রেমালাপও আজ থাক। আজ কথা হোক রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহর ‘একা থাকার এই ভালো লাগায় হারিয়ে গিয়েছি, নিঃসঙ্গতা আমাকে আর পাবে না’ নিয়ে। কিংবা শুনে নেওয়া যাক জয় গোস্বামীর ‘একাই থাকব, একাই দুটো ফুটিয়ে খাব’। 

প্রেম-বিয়ে, ভালোবাসা প্রায় প্রতিটা মানুষের কাছেই কাঙ্ক্ষিত। তবে ব্যাটে-বলে না মেলায় অনেকেই বঞ্চিত থেকে যান এই অনুভূতি থেকে। ব্যক্তিভেদে রয়েছে চিন্তা-ভাবনার ভিন্নতা। ভালোবাসা-বাসির জটিল জীবন থেকে কৈফিয়তহীন মুক্ত জীবনই অনেকে পছন্দ করেন। একা থাকার যে আনন্দ, নিজের মতো করে নিজে বাঁচার যে সুখ—তাদের কাছে তা তো কম কিছু নয়। মানুষের মন আসলে পাখির মতো। খাঁচার দানাপানির লোভে প্রবেশ করলেই বন্দী! সেই বাঁধন ছেড়ে বের হওয়ার সাধ্যি কার। তাই তো অনেকেই প্রেম-বিয়ে, ভালোবাসা থেকে দূরে গিয়ে ভালোবাসেন নির্ভার, নির্ভেজাল জীবন।

একা থাকার আনন্দ একবার যারা পেয়ে যান, পেয়ে যান স্বাধীনতার সুখ, কিছুতেই তারা প্রথাগত প্রেমের শৃঙ্খলে বাঁধা পড়তে চান না। সিঙ্গেল মানেই নির্ভেজাল নির্বিবাদী জীবন। ঝাড়া হাত-পা। গায়ে হাওয়া লাগিয়ে নিজের মতো নিজের জীবনকে যাপন। প্রেমিক যুগলরা নিজেদের মধ্যে প্রতিটা মুহূর্ত উপভোগের পাশাপাশি উদযাপন করে থাকেন ভালোবাসা দিবসসহ নানান দিবস। আর এসব দিবসগুলো সিঙ্গেলদের জন্য একটু বিরক্তিকরই। ভালোবাসার মানুষকে নিয়ে দিনগুলো উদযাপন করেন অনেকেই। আর এসব দেখে মন খারাপ করেন সিঙ্গেলরা। সব কেবল যুগলদের জন্য। তাদের জন্য কি কিছুই নেই? আপনি সিঙ্গেল হয়ে থাকলে আর মন খারাপ করতে হবে না। কারণ আজকের দিন আপনার। আজ ২৩ সেপ্টেম্বর, সিঙ্গেল দিবস। নিজেকে নতুন করে আবিষ্কার করতে পারেন আপনিও। নিজের মতো করে বাঁচার যে আনন্দ—সিঙ্গেলদের কাছে তা তো কম কিছু নয়।

এই দিনটি মূলত আত্ম-প্রেম, নিজেকে জানার ও বোঝার এবং নিজের সিদ্ধান্তে সন্তুষ্ট থাকতে উৎসাহিত করে। যারা অবিবাহিত অথবা সঙ্গীহীন আছেন তারা কেন নিজেদের বঞ্চিত রাখবেন? সেই সব মানুষদের জন্যই এই দিনটির সূচনা। কারেন রিড নামে এক ব্যক্তি দিনটির প্রচলন করেন। শুরুতে অবশ্য পয়লা জানুয়ারি পালন করা হতো। পরে ২০১৭ সাল থেকে এটি ২৩ সেপ্টেম্বর পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।

এই দিনে যুক্তরাষ্ট্রে দিবসটি পালিত হয়। চীনে পালিত হয় ১১ নভেম্বর। দিবসের রীতি হিসেবে চীনের অবিবাহিত বা সিঙ্গেল তরুণ তরুণীরা এদিন নিজেই নিজের জন্য উপহার কেনেন। তবে দিবসটি এখন শুধু চীনে সীমাবদ্ধ নেই, দিবসটি এখন সারাবিশ্বেই বেশ ঘটা করেই পালিত হচ্ছে। 

যারা ভালোবাসা দিবসে ঘরবন্দী থেকে আর বন্ধুদের কাপল ছবিতে রিয়াক্ট দিয়ে কাটিয়েছেন তারা বেড়িয়ে পড়ুন। আপনার এই একাকী থাকার সুময়গুলোকে উদযাপন করুন। তাই, যারা সিঙ্গেল আছেন, তারাও আজকের দিনটি নিজের মতো করে প্রাণভরে উপভোগ করতে পারেন। একাকীত্বের দুঃখ ভুলে আজ সময় কাটান শুধুই নিজের জন্য। আজকের দিনে ঘুরতে যেতে পারেন পছন্দের কোনো জায়গায়। নিজেকে নিজেই দিতে পারেন পছন্দের কোনো উপহার। কোনো রেস্তোরাঁয় গিয়ে খেয়ে নিতে পারেন পছন্দের খাবারও।

ইত্তেফাক/জিজে/এআই

এ সম্পর্কিত আরও পড়ুন

এ সম্পর্কিত আরও পড়ুন