বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) এনভায়রনমেন্টাল ক্লাব অব বিইউপি'র উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো এনভায়রনমেন্ট অ্যান্ড সাসটেইনেবিলিটি বিষয়ক ক্যারিয়ার কার্নিভাল।
গত বুধবার (৪ অক্টোবর) 'এনভোলীড প্রেজেন্টস বিইউপি এনভায়রনমেন্টাল ফেস্ট ও ক্যারিয়ার কার্নিভাল' শীর্ষক এই আয়োজন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি।
বিইউপি'র উপাচার্য মেজর জেনারেল ড. মো. মাহবুব-উল আলম এনডিসি, এএফডব্লিউসি, পিএসসির সভাপতিত্বে সামরিক ও অসামরিক উচ্চপদস্থ কর্মকর্তা, ফ্যাকাল্টি মেম্বার, শিক্ষার্থীসহ দেশ-বিদেশের আমন্ত্রিত অতিথিরা এ অনুষ্ঠানে অংশগ্রহণ নেন।
সকালে 'ইয়ুথ পার্টিসিপেশন ইন ক্লাইমেট চেইঞ্জ নেগোসিয়েশন' শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সুইডেন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি নায়োকা মার্টিনেজ, ব্রিটিশ হাই-কমিশনের ক্লাইমেট চেইঞ্জ পলিসি ম্যানেজার মারজান নূর, সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের ইকোনমিক অ্যানালিস্ট আলতাফ হোসেন, অ্যাকশন এইড বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার এএম নাসির উদ্দিন, কারশা'র পরিচালক মুহাম্মদ ফেরদৌস, সিডিপির সাধারণ সম্পাদক মো. আবু সাঈদ, এনভোলিডের সিইও মোরশেদুল বারী ও ইনোভেশন অ্যান্ড সাসটেইনিবিলিটি ডিরেক্টর তানিয়া নূর উপস্থিত ছিলেন।
এছাড়া শিক্ষার্থীদের তরুণ উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে, সবুজ ব্যবসায় সম্পৃক্ত হবার উৎসাহ সৃষ্টি করতে এবং প্রাকৃতিক সংরক্ষণ ও পরিবেশ রক্ষায় সবুজ উদ্যোগের গুরুত্ব সম্পর্কে আলোকপাত করা হয় 'প্রস্পেক্টস অব গ্রিনপ্রেনিউরশিপ ইন নেচার কনজারভেশন অ্যান্ড এনভায়রনমেন্টাল সলিউশন' শীর্ষক সেশনে। চেইঞ্জ ইনিশিয়েটিভের নির্বাহী পরিচালক জাকির হোসাইন সেশনটি পরিচালনা করেন।
দিনব্যাপী এই কার্নিভালে স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে ছিলো ইউএনডিপি। সিইজিআইএস, চেইঞ্জ ইনিশিয়েটিভ, বিওয়াইএলসি, সাসনেক্স, আরণ্যক ফাউন্ডেশন, সাউদার্ন ক্লদিংস লিমিটেড, জিআরইসি, উইভলভ্, ইকোলারি ও নেচারটেক এর মতো সরকারি-বেসরকারি নানা প্রতিষ্ঠান এতে অংশগ্রহণ করে এবং চাকরিপ্রত্যাশী তরুণদের সিভি সংগ্রহ করে। এছাড়াও আয়োজনের আরও একটি দিক ছিল গ্রিন আইডিয়া (প্রজেক্ট) প্রদর্শনী এবং ভিজ্যুয়াল আর্ট ও পোস্টার প্রেজেন্টেশন। এতে সারাদেশের ৩৮টি বিশ্ববিদ্যালয় থেকে প্রতিযোগীরা অংশ নেন।