বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

জার্মানিতে জেলহত্যা দিবস পালিত

আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ১০:৪৭

জার্মান আওয়ামী লীগের আয়োজনে পালিত হয়েছে জেলহত্যা দিবস। এ উপলক্ষ্যে গতকাল রোববার (৫ই নভেম্বর) সন্ধ্যায় বার্লিনের একটি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই আলোচনা সভায় স্মরণ করা হয় জাতীয় চার নেতাকে।

সভায় সভাপত্বিত করেন জার্মান আওয়ামী লীগের সভাপতি জনাব মিজানুর হক খান। সঞ্চালনা করেন জার্মান আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক জনাব নুরে আলম সিদ্দিক রুবেল। অনুষ্ঠানে বক্তব্য রাখেন নুরজাহান খান নুরি, মাসুদুর রহমান মাসুদ, সূর্য কান্ত ঘোষ, রানা ভূঁইয়া, কাজী আকরাম, শেখ শাহআলম, পলাশ হাওলাদার, জার্মান স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক জনাব আওয়াল খান সহ আরো অনেকেই ।

বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় ৪ নেতার মহীয়ান জীবন ও বাংলাদেশের জন্য তাদের অবদান শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।

বক্তারা বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি পরিকল্পিতভাবে ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে নির্মমভাবে হত্যা করে। বঙ্গবন্ধুকে হত্যার পর বাংলাদেশকে পাকিস্তানী রাস্ট্রে পরিনত করতে, বাঙালী জাতিকে নেতৃত্বশূন্য করতে ১৯৭৫ সালের ৩ নভেম্বর মধ্যরাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী ও জাতির জনক বঙ্গবন্ধুর একনিষ্ঠ ঘনিষ্ঠ সহচর, জাতীয় চার নেতা বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ এইচ এম কামরুজ্জামানকে নির্মম ও নৃশংসভাবে হত্যা করা হয়। কারাগারের নিরাপদ আশ্রয়ে থাকা অবস্থায় এমন জঘন্য, নৃশংস ও বর্বরোচিত হত্যাকান্ড পৃথিবীর ইতিহাসে বিরল ।

বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন চিত্র তুলে ধরেন এবং উন্নয়ন ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দেওয়ার আহব্বান জানান।

ইত্তেফাক/এএম
 
unib