শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

সুইজারল্যান্ডে আওয়ামী লীগের ‘প্লাটিনাম জয়ন্তী’ উদযাপিত

আপডেট : ২৫ জুন ২০২৪, ১৮:০৩

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী তথা ‘প্লাটিনাম জুবিলী’ উদযাপন করেছে সুইজারল্যান্ড আওয়ামী লীগ। রবিবার আন্তর্জাতিক শহর জেনেভায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সুইজারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি জমাদার নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শ্যামল খানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার, জাতীয় চার নেতাসহ বাংলাদেশের স্বাধীনতা, ভাষা ও দলের জন্য যারা শহীদ হয়েছেন তাদের সকলে আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

দিনটি উপলক্ষে আলোচনা, দোয়া ও কেক কেটে আনন্দ উৎসবে ও নৈশভোজের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কোরআন থেকে তেলাওয়াত করেন আওয়ামী লীগের প্রবীণ নেতা মাহবুবুল শেখ। গীতা পাঠ করেন লুজান আওয়ামী লীগের সভাপতি অশোক কুমার সরকার রবি। ত্রিপিটক পাঠ করেন সুইজারল্যান্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুমন বড়ুয়া।

আলোচনা সভায় বক্তব্য দেন সুইজারল্যান্ড আওয়ামী লীগের উপদেষ্টা পলাশ বড়ুয়া, স্বপন কুমার সাহা, সহসভাপতি আশরাফুল ইসলাম আজাদ, বিপুল তালুকদার, যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুম খান দুলাল, মোহাম্মদ আকবর আলী, সাংগঠনিক সম্পাদক মাহবুব হাসান সুমন, গৌড়ি চরন সসীম, উপ-প্রচার সম্পাদক সমিরন বড়ুয়া জিশু, তারেক আল মাহবুব প্রমুখ।

আলোচনায় বক্তারা দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঐতিহ্যবাহী এই রাজনৈতিক সংগঠনের অতীতের সকল কর্মকাণ্ড ও স্বাধীনতা যুদ্ধে আওয়ামী লীগের ভূমিকা তুলে ধরেন।

এসময় বক্তারা আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে পদ্মা সেতু, স্যাটেলাইট, মেট্রোরেল ও টানেলসহ বাংলাদেশের সামাজিক, অর্থনৈতিক ও অবকাঠামোর যে উল্লেখযোগ্য উন্নতি হচ্ছে, তা ধরে রাখতে ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করার বিকল্প নেই।

এ সময় উপস্থিত ছিলেন সুইজারল্যান্ড আওয়ামী লীগের সিনিয়র নেতা মোহাম্মদ মহসিন, বেলাল চৌধুরী, মাহাবুবর রহমান ভূইয়া পলাশ, আজগর হোসাইন প্রমুখ।

ইত্তেফাক/জেডএইচডি