রোববার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

নাজিরপুরে বিএনপির ২২ নেতাকর্মী কারাগারে

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৩৯

পিরোজপুরের নাজিরপুর থানায় বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের ২২ নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এর আগে তারা আদালতে হাজির হয়ে জামিনের জন্য আবেদন করেছিলেন। পরে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে পিরোজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাদিক আহম্মেদ এ আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী খাইরুল বাশার শামীম এ তথ্য নিশ্চিত করেন।

মামলা ও আদালত সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর নাজিরপুর থানায় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের ৯০ নেতা-কর্মীর নাম উল্লেখ করে ও অজ্ঞাত শতাধিক জনের বিরুদ্ধে কবীর নামে স্থানীয় ইউপি সদস্য মামলা করে। এ মামলায় আজ ২২ নেতা-কর্মী পিরোজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। উল্লেখ্য এই মামলার ১৯ আসামি হাইকোর্টের আদেশে আগাম জামিনে রয়েছেন।

ইত্তেফাক/এবি