ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ)-এর বিবিএ ২৭তম ব্যাচ, এমবিএ ৬৩তম ব্যাচ, এক্সিকিউটিভ এমবিএ এবং ডিবিএ প্রোগ্রামের গ্র্যাজুয়েশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ মে) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।
উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল আইবিএ গ্র্যাজুয়েটদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, তোমাদের সাফল্য উদযাপনের পাশাপাশি বেশ গুরুত্বপূর্ণ বিষয় হলো তোমাদের দেশের প্রতি দায়িত্বে মনোযোগ জ্ঞাপন করা। তোমরা আমাদের দেশের কঠিন স্বাধীনতার সংগ্রামের উত্তরাধিকারী। তোমাদের কর্তব্য আমাদের শেই স্বাধীনতা সংগ্রামকে সম্মান করে তার মর্যাদা রক্ষা করা।
ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ আব্দুল মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠানে গ্র্যাজুয়েশন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হার্ভার্ড কেনেডি স্কুলের সিনিয়র ফেলো ইকবাল কাদির। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. রেজাউল কবির। এ সময় অনুষ্ঠানে ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের ২১৫ শিক্ষার্থীকে ডিগ্রি দেওয়া হয়।