বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ৫ ফাল্গুন ১৪৩১
The Daily Ittefaq

উপজেলা নির্বাচন

ফল ঘোষণায় দেরি হওয়ায় প্রশাসনের গাড়ি ভাঙচুর, উপসচিবসহ আহত ৬

আপডেট : ২২ মে ২০২৪, ০৩:১০

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে একটি কেন্দ্রের ফল ঘোষণায় দেরি হওয়ায় নির্বাচনে দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা করেছে বিক্ষুব্ধ জনতা। 

মঙ্গলবার রাতে উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের দামানিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

এ সময় তারা প্রশাসনের ৩টি গাড়ি ভাঙচুর করে। তাদের হামলায় নির্বাচনের দায়িত্বে থাকা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব আবু আউয়াল, ওই কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার কাদেরুল ইসলাম, উপ-সচিবের সহকারী জাহাঙ্গীর আলম, গাড়িচালক আবু বক্কর সিদ্দিক, আটোয়ারী থানার উপ-পরিদর্শক বুলু মিয়া ও গোয়েন্দা পুলিশের কনস্টেবল আব্দুল বারী আহত হন।

আহতদের দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মিঠুন রায় (৩২) এবং দীনবন্ধু রায় (৩৩) নামে দুজনকে আটক করেছে পুলিশ।

দেবীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার রুনা লায়লা বলেন, ফল ঘোষণায় দেরি হওয়ায় বিক্ষুদ্ধ লোকজন প্রশাসনের লোকজনের ওপর হামলা করে। তারা ৩টি সরকারি গাড়ি ভাঙচুর করে। আমরা দুজনকে আটক করেছি। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম বলেন, ভোটের ফল ঘোষণাকে কেন্দ্র করে দুই প্রার্থীর লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। অতিরিক্ত পুলিশ ও বিজিবিসহ আমাদের লোকজন সর্বোচ্চ সহনশীলভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

ইত্তেফাক/এমএএম