শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

ঢাকায় প্রবাসী নিহতের ঘটনায় শোক

আপডেট : ১৮ নভেম্বর ২০২৪, ২৩:১০

বাংলাদেশি প্রবাসী এ কে এম আবদুর রশিদ (৮২) ঢাকার ধানমন্ডিতে তার ফ্ল্যাটে ডাকাতদের হাতে নিহত হওয়ায় গভীর শোক প্রকাশ করেছে কানেক্ট বাংলাদেশ আন্তর্জাতিক ইউকে।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি আবু আহমেদ খিজির ও সাধারণ সম্পাদক নাসিম চৌধুরি এ শোক প্রকাশ করেন।

বিবৃতিতে তারা বলেন, ‘আমরা জানতে পেরেছি যে, গত ১৭ নভেম্বর ডেইলি স্টারে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, একজন বাংলাদেশি প্রবাসী এ কে এম আবদুর রশিদ (৮২) ঢাকার ধানমন্ডিতে তার অ্যাপার্টমেন্টে ডাকাতদের হাতে নিহত হন। যিনি পেশায় একজন চিকিৎসক ছিলেন।

আমরা এই দুঃখজনক ঘটনায় গভীর শোক প্রকাশ করছি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আহ্বান জানাই যেন তারা দ্রুত এই ঘটনার তদন্ত করে অপরাধীদের গ্রেপ্তার করে এবং ভবিষ্যতে এমন নির্মম ঘটনা প্রতিরোধে পদক্ষেপ গ্রহণ করে। পাশাপাশি, প্রবাসী বাংলাদেশিদের নিজেদের নিরাপত্তা নিয়ে আরও সতর্ক হওয়ার পরামর্শ দিচ্ছি।’

বিবৃতিতে তারা আরও বলেন, ‘এই ঘটনার পর, প্রবাসী বাংলাদেশিদের দেশের ভ্রমণের সময় বাড়ি এবং বাইরে উভয় জায়গাতেই নিরাপত্তার বিষয়ে আরও সচেতন হওয়ার অনুরোধ জানানো হচ্ছে।’

ইত্তেফাক/এমএএম
 
unib