শনিবার, ২২ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

মহীয়সী মাজেদা বেগমের মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫, ০৫:১২

যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়ার সহধর্মিণী এবং ইত্তেফাক গ্রুপ অব পাবলিকেশন্স লিমিটেডের পরিচালকমণ্ডলীর সাবেক চেয়ারম্যান মহীয়সী মাজেদা বেগমের ৩৮তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষ্যে গতকাল দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর আজিমপুরে মরহুমার মাজার প্রাঙ্গণে কুরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । আজিমপুর মাজার প্রাঙ্গণে সকাল ৬টা ৩০ মিনিট থেকে কুরআনখানি এবং বেলা সাড়ে ১১টায় দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হয়। মরহুমার কনিষ্ঠ পুত্র আনোয়ার হোসেন মঞ্জুর পক্ষ থেকে নিজ বাসভবনে কুরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এছাড়া জ্যেষ্ঠ কন্যা মরহুমা আখতারুন্নাহার বেবীর পরিবারবর্গের পক্ষ থেকে নিজ বাসভবনে বাদ এশা কুরআনখানি, দোয়া ও কাঙালিভোজ অনুষ্ঠিত হয়।

গতকাল আজিমপুরে কুরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন— ইত্তেফাক গ্রুপ অব পাবলিকেশন্স লিমিটেডের চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু ও কার্যনির্বাহী পরিচালক মহিবুল আহসান শাওন, ডিইউজে ইত্তেফাক ইউনিটের প্রধান সাইদুর রহমান, উপ-ইউনিট প্রধান মো. পলাশ সরকার, অপরাধ বিভাগের প্রধান আবুল খায়ের, ইত্তেফাক (এনএনপিপি) ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি মো. আলমগীর হোসেন খান, সাধারণ সম্পাদক নাজমুল আহসান পিন্টু, ইত্তেফাক কর্মচারী ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আমজাদ মারুফ প্রমুখ।

ইত্তেফাক/এনএন
 
unib