শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

ড্যাফোডিলে ‘স্পোর্টস ডে’ নিলাম অনুষ্ঠিত

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ১৩:০৩

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি টেক্সটাইল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ‘অ্যালামনাই স্পোর্টস ডে ২০২৪-২০২৫’ এর নিলাম অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) রাজধানীর একটি কনভেনশন হলে এ আয়োজন করা হয়।

এদিন সকাল ১১ টায় ক্রিকেট ও ফুটবলের ৪ টি করে দল নিয়ে এই নিলাম অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেক্সটাইল ডিপার্টমেন্টের প্রাক্তন বিভাগীয় প্রধান প্রফেসর ড. মাহাবুবুল হক।

আরও উপস্থিত ছিলেন টাইটেল স্পন্সর পিউর ক্যামিকেলসের সিইও ইঞ্জিয়ার মো. ফরহাদ হোসেন এবং সোকো ক্যামিকেলসের এমডি মাত্তেও আরবানি। এছাড়াও উপস্থিত ছিল বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ডিপার্টমেন্টের প্রাক্তন শিক্ষার্থীরা।

অনুষ্ঠানের চূড়ান্ত প্রতিযোগিতা ২০২৫ সালের ১৭ জানুয়ারি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের গ্রিন ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

ইত্তেফাক/এএইচপি