নাটোর-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুলের বাসভবন ‘জান্নাতি প্যালেসে’ অগ্নিসংযোগ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
বুধবার(৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শহরের কান্দিভিটুয়া এলাকায় ওই বাড়িতে ভাংচুর ও আগুন দেয় বিক্ষুব্ধরা।
ঘটনাস্থলে সরেজমিনে দেখা গেছে, বুধবার রাতে মাইকে ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোনের শিক্ষার্থীরা নাটোর-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুলের ডুপ্লেক্স বাড়িতে গিয়ে ভাংচুর করে। এসময় কাঠ, লাঠি, বাঁশ দিয়ে ভাঙচুর চালায় বিক্ষুব্ধরা। এক পর্যায়ে বাড়ির ভেতরে থাকা গাড়িতে আগুন দেওয়া হয়। পরে মিউজিকের সঙ্গে নাচতে দেখা গেছে তাদের। এসময় শিক্ষার্থীরা আওয়ামীলীগ বিরোধী নানা স্লোগান দেন। সবশেষ রাত ১টার দিকে মিছিলসহ তারা সাবেক এমপি শিমুলের বাসভবন ত্যাগ করে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর কাউকে সেখানে দেখা যায়নি।
নাটোর সদর থানা পুলিশের কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান বলেন, খবর পেয়েছি, তবে ওই বাড়িতে কিছুই নেই। আর বাড়িতে কেউ থাকেনও না।