ফ্রেব্রুয়ারি মাস এলেই যেন বাড়তি হাওয়া লাগে প্রেমের পালে। এ বছর ১৪ ফেব্রুয়ারি শুক্রবার বিশ্ব মাতবে প্রেমে। এছাড়াও এই মাস জুড়ে রয়েছে প্রেমিক-প্রেমিকাদের জন্য রয়েছে আরও কিছু বিশেষ দিবস। এসব দিবসের তালিকায় রয়েছে রোজ ডে অর্থাৎ গোলাপ দিবস। ফেব্রুয়ারির ৭ তারিখ বিশ্বজুড়ে এ দিবসটি পালিত হয়।
এটি সত্য যে আমাদের ভালোবাসা প্রকাশের জন্য বিশেষ কোনো দিনের প্রয়োজন নেই। তবে ভালোবাসা দিবসের এই সপ্তাহটি প্রেমিক-প্রেমিকার জন্য উৎসর্গীকৃত; যারা প্রতিদিন তাদের ভালবাসা প্রদর্শন করতে পারেন না।
ভালোবাসা দিবস কিংবা ভ্যালেন্টাইনস উইকের সপ্তাহের প্রথম দিন আজ। “রোজ ডে” বা গোলাপ দিবস হিসেবে পরিচিত এ দিনে প্রিয়জনের প্রতি ভালবাসা প্রকাশ করা হয় গোলাপ ফুল উপহার দেওয়ার মাধ্যমে। তবে, গোলাপ ফুলের বিভিন্ন রংয়ের রয়েছে বিভিন্ন অর্থ। তাই, সঙ্গীকে গোলাপ ফুল উপহার দেওয়ার আগে ভাগেই জেনে নিন কোন রংয়ের গোলাপের কোন অর্থ রয়েছে।