শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৪ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

বাগাতিপাড়ায় গয়াল প্রজাতির নীলগাই উদ্ধার

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:১৭

নাটোরের বাগাতিপাড়ার দয়ারামপুর ইউনিয়নের শেখপাড়া এলাকা থেকে গয়াল প্রজাতির একটি নীলগাই উদ্ধার করেছে স্থানীয়রা। শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে স্থানীয় একটি পেয়ারা বাগান থেকে নীলগাইটি উদ্ধারের পর স্থানীয় ইউপি সদস্য আব্দুস সালামের বাড়ির সামনে রাখা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন বাগাতিপাড়া মডেল থানার ওসি রফিকুল ইসলাম।

এদিকে নীলগাই উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে এটিকে দেখতে ওই বাড়ির সামনে ধীরে ধীরে উৎসুক জনতার ভিড় বাড়তে থাকে। পরে পুলিশ ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তারা গিয়ে গাইটি হেফাজতে নেয়। 

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু হায়দার আলী বলেন, জনতার তাড়া খেয়ে গয়াল প্রজাতির নীলগাইটি দীর্ঘক্ষণ দৌড়ানোর সময় বিভিন্ন স্থানে পড়ে গিয়ে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পেয়েছে। এখনো এটি বেশ অসুস্থ। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা হামীম তাবাসসুম প্রভা জানান, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী গয়াল প্রজাতির নীলগাইটি বন্যপ্রাণী ও প্রকৃতি বিভাগের কাছে হস্তান্তর করা হবে।

ইত্তেফাক/জেডএইচডি
 
unib