বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

চৌগাছায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা, পলাতক প্রথম স্ত্রী ও চার ছেলে

আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ২১:০১

যশোরের চৌগাছায় এক রিক্তা (৪৫) নামের এক গৃহবধূকে জবাই করে হত্যা করা হয়েছে। বুধবার সকাল সাড়ে দশটার দিকে নিজ বাড়িতে তাকে জবাই করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। নিহত রিক্তা উপজেলার ঢেঁকিপোত (মশ্যমপুর) গ্রামের মৃত বছির উদ্দীনের ছেলে রোকন উদ্দীনের দ্বিতীয় স্ত্রী।

এলাকাবাসী এবং পুলিশের ভাষ্যমতে রিক্তা ছয়মাস আগে পাশেই গদাধর পুরগ্রামের আব্দুল আজিজের স্ত্রী ছিলেন। রোকনের সাথে প্রেমের সম্পর্কে স্বামী দুই ছলে-মেয়ে রেখে ঘর ছাড়েন তিনি। কাজী অফিসে গিয়ে দুজনে ছয় মাস আগে বিয়ে করেন।

ঘটনার সময় রোকনের প্রথম স্ত্রী বিলকিচ বেগম চৌগাছা বাজার মাংস কিনতে গিয়েছিলেন। আর রোকন মাঠে কাজে গিয়েছিলেন। এ সময় বাড়িতে কেউ ছিলেন না। ঘটনার পরপর স্বামী রোকন ও বড় বউ এর চার ছেলে পলাতক রয়েছেন।

ডিএসবির এস আই মনিরুল ইসলাম জানান ঘটনার সময় ঘর করার জন্য রক্ষিত প্রায় আড়াই লাখ টাকা হত্যাকারীরা নিয়ে যায়। ঘটনার সত্যতা স্বীকার করে চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন বলেন হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার করা হবে।

ইত্তেফাক/এএম