বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

গাজীপুরে মিছিল থেকে গার্মেন্টসসহ ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা 

সিদ্ধিরগঞ্জে ইপিজেডে দুই পোশাক কারখানায় ভাঙচুর, গ্রেপ্তার ৪৫ 

আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, ০৮:২৯

ফিলিস্তিনের গাজায় ইসরাইলি গণহত্যা বন্ধের দাবিতে 'মার্চ ফর গাজা'য় অংশ নিতে জনতার রাজধানী ঢাকার সোহরাওয়াদী যাওয়ার পথে গাজীপুর মহানগরীর কয়েকটি স্থানে পোশাক কারখানাসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। ইসরাইলি পণ্য বর্জনের দাবি করে নগরীর কোনাবাড়ী, কাশিমপুর ও বোর্ডবাজারে হামলার ঘটনা ঘটে। 

জানা গেছে, শনিবার মার্চ ফর গাজার প্রতি সংহতি জানিয়ে গাজীপুরের কোনাবাড়ী, কাশিমপুর, কালিয়াকৈর, টঙ্গী, বোর্ডবাজারসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল বের করে হাজার হাজার পোশাক শ্রমিকরাসহ সাধারণ জনতা। বিকালে পোশাক কারখানার শ্রমিকরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে জড়ো হতে থাকে। এক পর্যায়ে মিছিল বিশাল আকার ধারণ করে। মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ধরে ঢাকার দিকে এগিয়ে যাওয়ার সময় বহিরাগতরা বিভিন্ন পোশাক কারখানাসহ ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর করে। হামলাকারীরা কোনাবাড়ী এলাকায় স্ট্যান্ডার্ড স্টিচেস ওভেন লিমিটেড, কনকর্ড নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং কাশিমপুরে ডিবিএল গ্রুপের মাইমুন ও মতিন গার্মেন্টস খোলা থাকায় হামলা ও ভাঙচুর চালায়। 

তাছাড়া কোনাবাড়ীতে বাটা শো-রুম, খাবারের দোকান আজওয়া, পিজ্জা হল, আপেক্স, স্বপ্ন সুপার সপ, বিউটি সুইটমিটসহ প্রায় ১৫ থেকে ২০টি দোকানে হামলা ও ভাঙচুর চালায়। পরে বিক্ষুব্ধরা কোনাবাড়ীতে আবাসিক হোটেল রেইনবো ও মুনে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় রেইনবো হোটেল থেকে পিছন দরজা দিয়ে কয়েক জন যৌনকর্মী দৌড়ে পালানোর সময় একজন যৌনকর্মীকে বিক্ষুব্ধ জনতা আটক করে বেদম মারপিট করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। 

অন্যদিকে বিক্ষুব্ধরা জনতা মুন হোটেল থেকে আসবাবপত্র বের করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আগুন ধরিয়ে দেয়। এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো কোনাবাডীতে। স্ট্যান্ডার্ড স্টিচেস ওভেন লিমিটেডের এডমিন ম্যানেজার ইউসুফ আলী বলেন, বিকালে বহিরাগত শ্রমিকরা এসে কারখানায় হামলা চালায়। 

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী জোনের সহকারী পুলিশ কমিশনার আবু মোহাম্মদ নাসের আল আমিন বলেন, বিকালে কোনাবাড়ী ও কাশিমপুরে ইসরাইলি আগ্রাসনবিরোধী মিছিল থেকে বিক্ষুব্ধ শ্রমিকরা কয়েকটি কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করে। কোনাবাড়ীতে ইসরাইলি পণ্য বয়কটের দাবি জানিয়ে বেশকিছু দোকানপাট ও শপিংমলে হামলা ও ভাঙচুর চালান বিক্ষুব্ধ শ্রমিকরা। এ সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যানচলাচল বন্ধ থাকে। পরে সেনাবাহিনী ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যানচলাচল স্বাভাবিক হয়। 

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ জানান, 'মার্চ ফর গাজা' কর্মসূচিতে যোগ না দেওয়ায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইপিজেডের ভেতরে দুটি পোশাক কারখানায় ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় অন্তত ৪৫ জনকে আটক করেছে যৌথ বাহিনী। গতকাল শনিবার বিকাল ৫টার দিকে এই ঘটনা ঘটে বলে জানান নারায়ণগঞ্জের শিল্প পুলিশের পরিদর্শক সেলিম বাদশা। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, কয়েক শ লোক সিদ্ধিরগঞ্জের আদমজীতে ইপিজেডের সামনে ফিলিস্তিনের গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে মিছিল করছিলেন। মিছিলটি এক পর্যায়ে ইপিজেডের ভেতরে ঢুকে যায় এবং সেখানের কারখানার শ্রমিকদেরও মিছিলে যোগ দেওয়ার অনুরোধ জানান। কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ করে তারা মিছিলে যোগ না দেওয়ায় ভাঙচুর শুরু করেন মিছিলকারী লোকজন। পুলিশ পরিদর্শক সেলিম বাদশা বলেন, ইপিজেডের ভেতরে ইউনেস্কো বিডি লিমিটেড ও অনন্ত হুয়াশিং লিমিটেড নামে দুটি রপ্তানিমুখী পোশাক কারখানায় তারা ভাঙচুর ও লুটপাট চালান। আশপাশের কয়েকটি গাড়িও ভাঙচুর করেন। 'অন্তত ৩০ মিনিট তারা ভাঙচুর চালায়। পরে শিল্প পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

ইত্তেফাক/টিএইচ