বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

কালিয়াকৈরে পেপসির কারখানায় হামলার চেষ্টা 

আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, ০৮:৪৬

গাজীপুরের কালিয়াকৈরে ট্রান্সকম বেভারেজের পেপসি কারখানায় ইটপাটকেল নিক্ষেপ ও হামলার চেষ্টা চালিয়েছে বিক্ষোভকারীরা। গতকাল শনিবার সন্ধ্যায় ইসরাইলি পণ্য বর্জনের বিক্ষোভ মিছিল শেষে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের গেইট থেকে সরিয়ে দিলে পরিস্থিতি শান্ত হয়। 

জানা যায়, বিকালে থেকে ইসরাইলি পণ্য বর্জনসহ ফিলিস্তিনিদের ওপর হামলার প্রতিবাদে বড় একটি মিছিল বের করা হয়। মিছিলটি নিয়ে মৌচাক থেকে সফিপুর বাজার প্রদক্ষিণ করে বিক্ষোভকারীরা। পরে পুনরায় মিছিল নিয়ে তারা পেপসি কারখানার গেইটে ইটপাটকেল নিক্ষেপ করে। একপর্যায়ে কারখানার ভেতরে প্রবেশের চেষ্টা চালালেও ব্যর্থ হয় বিক্ষুব্ধরা। পরে কারখানার পাশে মহাসড়কে টায়ার জালিয়ে সড়কের ওপর আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। কালিয়াকৈর থানার ওসি (অপারেশন) যোবায়ের আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/টিএইচ