শনিবার, ১৪ জুন ২০২৫, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২
The Daily Ittefaq

হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে ৩০ জন আহত

আপডেট : ১৩ মে ২০২৫, ১৯:৪৪

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৩ মে) সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ২০ জনকে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমান ইউপি মেম্বার সলেম উদ্দিনের অনুসারীদের সঙ্গে একই গ্রামের রজাউল করিমের অনুসারীদের দীর্ঘদিন ধরে গ্রাম্য আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। এর জেরে এর আগেও একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্র, টেটা ও বল্লমসহ সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত ৩০ জন আহত হন। এ সময় বেশ কয়েকটি ঘরবাড়ি ভাঙচুরেরও ঘটনা ঘটে। সংঘর্ষের খবর পেয়ে আজমিরীগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এ বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/টিএস