রোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

জামায়াতের পথসভায় বিএনপির হামলা, আহত ৫

আপডেট : ১৪ জুন ২০২৫, ২১:৪১

নারায়ণগঞ্জের আড়াইহাজারে উপজেলা জামায়াতে ইসলামীর গণসংযোগ ও পথসভায় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। হামলায় জামায়াতের পাঁচ নেতাকর্মী আহত হয়েছে। আহতদের মধ্যে দুজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

শনিবার (১৪ জুন) বিকেলে আড়াইহাজারের মাহমুদপুর ইউনিয়নের গহরদি বাদশার বাড়ি এলাকায় পথসভায় এ হামলার ঘটনা ঘটে। 

আড়াইহাজার দক্ষিন  জামায়াতে ইসলামীর সাবেক আমীর মোতাহার হোসেন জানান, বিকেলে গহরদি বাদশা বাড়ী এলাকায় উপজেলা জামায়াত ইসলামীর পথসভা ও গণসংযোগ চলাকালীন সময়ে হঠাৎ স্থানীয় বিএনপি ২০/২৫ জন নেতাকমী লাঠিসোটা নিয়ে পথসভায় বাধা দেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হামলাকারীরা মাহমুদপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের জামায়াত ইসলামের সভাপতি হাফেজ মাহবুবুর রহমান, জামায়াত কর্মী আসাদুল্যাহ, কাউসার, আলাউদ্দিন, ওসমান, নুরু মিয়া ও আলাউদ্দিনকে এলোপাথারী কিলঘুষি ও পিটিয়ে আহত করে। এদের মধ্যে আহত হাফেজ মাহবু্বুর রহমানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। এদিকে হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

আড়াইহাজারে নির্বাচনী আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ইলিয়াস মোল্লা জানান, বিনা উস্কানিতে এ হামলার ঘটনা ঘটিয়েছে তারা। অবিলম্বে হামলাকারীদের বিচার হতে হবে।

এ ব্যাপারে আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসূফ আলী ভূইয়া বলেন, জামায়াত ইসলামী বিগত আওয়ামী লীগের আমলে যারা আমাদের নির্যাতন করেছে তাদেরকে সাথে নিয়ে পথসভা করছিল। সেজন্য আমাদের লোকজন বাধা দিয়েছে। এসময় একটু কথাকাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়। তেমন বড় কিছু হয় নাই।

এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, খবর পেয়ে সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে যায়। শুনেছি জামায়াতে ইসলামীর প্রোগ্রাম ভালভাবে সে হয়েছে। মারামরির ঘটনা পুলিশ গিয়ে পায়নি। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে যদি কেউ অভিযোগ করে তবে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ইত্তেফাক/এমএস