বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

‘এভাবে চলতে থাকলে ফলের দোকানে পেঁয়াজ কিনতে যেতে হবে’

আপডেট : ১৬ নভেম্বর ২০১৯, ১৬:৫০

সব রেকর্ড ভেঙে রাজশাহীতে এখন পেঁয়াজের কেজি ২৫০ টাকা! যা কিনতে রীতিমতো হিমশিম খাচ্ছেন সাধারণ ক্রেতা। লাগামহীন বাজার ব্যবস্থাপনায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। বিক্রেতারা বলছেন, বেশি দামে কেনায় এমন দরে পেঁয়াজ বিক্রি করতে হচ্ছে।

শনিবার সকালে রাজশাহীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ ২১০ টাকা এবং দেশি পেঁয়াজ ২৪০ থেকে ২৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।
 
নগরীর শালবাগান এলাকার ক্রেতা আসমা বেগম বলেন, কাল যে দাম দিয়ে পেঁয়াজ কিনলাম আজ সে দাম আর নেই। আজ কেজিতে ২০ টাকা বেশি। এভাবে চলতে থাকলে ফলের দোকানে পেঁয়াজ কিনতে যেতে হবে। 

আরও পড়ুন: রাত জেগে পেঁয়াজের ক্ষেত পাহারায় কৃষক

উপশহর এলাকার শিক্ষার্থী সজল আহম্মেদ বলেন, দুর্দান্ত গতিতে পেঁয়াজ সেঞ্চুরি হাঁকালেও আমরা দিশেহারা।

উল্লেখ্য, ২০১৭ সালের ডিসেম্বরে রাজশাহীর বাজারে দেশি পেঁয়াজের কেজি ১৪০ টাকায় উঠেছিল। সেটাই ছিল এ যাবতকালের সর্বোচ্চ দর। এরপর চলতি বছর পেঁয়াজের দাম ২৫০ ছাড়ালো। যা এখন পর্যন্ত সর্বোচ্চ।

ইত্তেফাক/এসি