মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ভুয়া পরীক্ষার্থীসহ মাদরাসা শিক্ষক আটক

আপডেট : ২১ নভেম্বর ২০১৯, ১৭:০৭

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় জালিয়াতির আশ্রয় গ্রহণ করে অন্য শিক্ষার্থীদের স্থলে পরীক্ষায় অংশগ্রহণের অভিযোগে ৯ ভুয়া পরীক্ষার্থীসহ এক মাদরাসা শিক্ষককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার সখিপুর দাখিল মাদরাসা কেন্দ্র থেকে তাদের আটক করা হয়। আটককৃত ওই শিক্ষকের নাম নুরুল ইসলাম। তিনি উত্তর পারুলিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা​র শিক্ষক। 

জানা গেছে, আটক ভুয়া শিক্ষার্থীরা উত্তর পারুলিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষার্থীদের স্থলে পরীক্ষা দিচ্ছিলো। তারা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন শ্রেণিতে অধ্যয়নরত। 

আরও পড়ুন: গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী-শাশুড়ি আটক

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, আটক শিক্ষার্থীরা শিশু হওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন মুচলেকা নিয়ে তাদের অভিভাবকদের জিম্মায় দিয়েছেন। আর শিক্ষক নুরুল ইসলামকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিচারিক আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ইত্তেফাক/এএএম