বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

পাউবোর হাওরের ফসল রক্ষা বাধের উদ্বোধন করলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান

আপডেট : ১২ জানুয়ারি ২০১৯, ২১:২৯

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্তৃক হাওরের ফসল রক্ষা বাঁধের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১২ জানুয়ারী) উপজেলার নলুয়ার হাওরের  (পোল্ডার-২) প্রকল্পের রানীগঞ্জ ইউনিয়নের নারিকেলতলা স্টীল ব্রিজ এলাকায় ৩৫নং পিআইসির বাঁধে মাটি কাঁটার কাজ উদ্বোধন করেছেন পরিকল্পনা মন্ত্রী আলহাজ এম এ মান্নান। তিনি জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ আসনের সংসদ সদস্য।

উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্বে ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের। অনুষ্ঠানটি পরিচালনা করেন জগন্নাথপুর উপজেলার নির্বাহী অফিসার মাহ্ফুজুল আলম মাসুম। পরিকল্পনা মন্ত্রী আলহাজ এম এ মান্নান বলেন, 'হাওরের ফসল রক্ষা বাঁধের নির্মাণ কাজে অনিয়ম করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে'।

আরও পড়ুনঃ বিমানে যান্ত্রিকত্রুটি, ফ্লাইট বাতিল

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান, অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুর রহমান,পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকোশলী খুশি মোহন সরকার, জগন্নাথপুর  উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী, উপজেলা যুবলীগের সহ সভাপতি সাইফুল ইসলাম রিপন, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা, ইউপি সদস্য আব্দুল মুকিত সহ বিপুল সংখ্যার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/জেডএইচডি