১২ বছর পর শিশু ধর্ষণ মামলায় ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড

দীর্ঘ ১২ বছর পর নারী নির্যাতন মামলায় রংপুরে ১৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক ধর্ষককে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রবিবার (২৪ জানুয়ারি) দুপুরে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক যাবিদ হোসেন এ রায় প্রদান করেন।
মামলার বিবরণে জানা গেছে ২০০৯ সালের ১০ মার্চে রংপুর নগরীর মধ্য বিন্যাটারী এলাকায় ১৩ বছর বয়সী শিশু কন্যা রাত ৮ টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে একই এলাকার আমজাদ হোসেনের ছেলে আইনুল হক শিশুটিকে ধর্ষণ করে। তখন এ ঘটনায় শিশুটির বাদী হয়ে কোতয়ালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে।
আরও পড়ুন: ‘অবৈধ’ কাজীর বিরুদ্ধে ইউএনও বরাবর অভিযোগ, ব্যবস্থা গ্রহণের দাবি
পুলিশ তদন্ত শেষে আসামির বিরুদ্ধে চার্জসীট দাখিল করে। মামলায় বাদি পক্ষের ৮ জন সাক্ষীর সাক্ষ্য ও জেলা শেষে বিচারক আসামিকে দোষি সাব্যস্ত করে কর যাবজ্জীবন কারাদণ্ড এবং ২৫ হাজার টাকা জরিমানার আদেশ প্রদান করেন।
ইত্তেফাক/এনএ