শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

টেকনাফে 'বন্দুকযুদ্ধে' মাদক কারবারী নিহত

আপডেট : ১৯ মার্চ ২০১৯, ১২:০৯

কক্সবাজারের টেকনাফে চিহ্নিত মাদক কারবারী আরাফাত (২৫)পুলিশের সাথে 'বন্দুকযুদ্ধে' নিহত হয়েছেন। এসময় পুলিশের ৩জন সদস্য আহত হন।

 

মঙ্গলবার ভোর রাতে সদর ইউপি মিঠা পানিরছড়া পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ইয়াবাসহ অস্ত্র-গুলি উদ্ধার করা হয়।

 

পুলিশ জানায়, আটক মাদক কারবারী আরাফাতকে নিয়ে সদর ইউপি মিঠা পানিরছড়া পাহাড়ি জনপদে অভিযানে গেলে পুলিশ ও মাদক কারবারী দু’গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এতে পুলিশের এসআই বোরহান উদ্দিন ভুঁইয়া, এএসআই সনজিৎ দত্ত ও কনেস্টবল শুক্কুর আহত হয়। এ সময় গুলিবিদ্ধ আরাফাতসহ তাদের হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওযার পর চিকিৎসক আরাফাতকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে ১০ হাজার ইয়াবা, দুটি দেশীয় তৈরি এলজি, ৯ রাউন্ড তাজা কার্তুজ ও ১৫ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়।

আরো পড়ুন : রায়পুরায় দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত ২

টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, ইয়াবাসহ আটক ব্যক্তির স্বীকারোক্তিতে মাদক ও অস্ত্র উদ্ধার অভিযানে গেলে দু’পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এতে পুলিশের তিন সদস্য আহত হন। পরে ঘটনাস্থল হতে গুলিবিদ্ধ আরাফাত, ইয়াবা, অস্ত্র ও বুলেট উদ্ধার করা হয়। আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

ইত্তেফাক/এমআরএম