শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বাংলাবান্ধা স্থলবন্দর ৯ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে

আপডেট : ০১ জুন ২০১৯, ১২:৫৩

পবিত্র শবেকদর, পবিত্র ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটির কারণে পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায় বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের (চতুর্দেশীয়) মধ্যে শনিবার থেকে নয়দিন আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। তবে পাসপোর্ট যাত্রী পারাপারে স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

পঞ্চগড় আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খাঁন বাবলা বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: ফরিদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

বাংলাবান্ধা স্থলবন্দর কর্তৃপক্ষ জানায়, ঈদুল ফিতর উপলক্ষে ১ জুন থেকে ৯ জুন পর্যন্ত টানা নয়দিন স্থলবন্দর দিয়ে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। ১০ জুন সোমবার থেকে বন্দর দিয়ে পুনরায় আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হবে। এ বিষয়ে সংশ্লিষ্টদের চিঠি দিয়ে জানানো হয়েছে।

বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) ইজার উদ্দিন জানান, চতুর্দেশীয় পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট খোলা থাকবে। পাসপোর্টধারী যাত্রীরা এ  ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পারাপার হতে পারবেন।

ইত্তেফাক/এমআরএম