শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বাংলাদেশের মতো সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: পানি সম্পদ প্রতিমন্ত্রী

আপডেট : ২০ জুলাই ২০১৯, ১৬:০৮

আমেরিকার প্রেসিডেন্টের কাছে প্রিয়া সাহার মিথ্যাচার প্রসঙ্গে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, 'বাংলাদেশের মতো এত সম্প্রীতি বিশ্বের কোথাও নেই।' শনিবার হবিগঞ্জের নতুন ও পুরাতন খোয়াই নদী পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, 'আমরা মুসলিমরা যেভাবে তাদের উৎসবে যাই তেমনি তারাও আমাদের উৎসবে আসে। এমন সম্প্রীতির নজির পৃথিবীর কোথাও নেই।'

নদী পাড়ের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করে নদী সংস্কার করা হবে এ কথা উল্লেখ করে তিনি বলেন, 'নদীর বাঁধ ভেঙ্গে যাতে গ্রামগুলো প্লাবিত না হয় সেজন্য হবিগঞ্জের ঝুঁকিপূর্ণ নদীর বাঁধে গাইড ওয়াল নির্মাণ করা হবে। এ জন্য প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের জন্য কাজ চলছে।'

আরও পড়ুন:  প্রোগ্রামিংয়ে মেয়েরা এগিয়ে এলে আগামী প্রজন্ম সমৃদ্ধ হবে: মোস্তাফা জব্বার

এ সময় উপস্থিত ছিলেন শাহ নেওয়াজ মিলাদ গাজী, পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদুল ইসলাম,পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. মাহফুজুর রহমান, জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ ও পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।

ইত্তেফাক/জেডএইচডি