বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কোটার মধ্যে আবদ্ধ না থেকে নারীদের সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করতে হবে: আমু

আপডেট : ২৪ আগস্ট ২০১৯, ১৭:৫৭

নারীদের কোটার মধ্যে আবদ্ধ না থেকে সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু। শনিবার দুপুরে ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে 'মূলধারার রাজনীতিতে নারীর অংশগ্রহণ' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

তিনি বলেন, 'বর্তমান সরকার নারীদের সবধরনের সুযোগ সুবিধা ও মর্যাদা দিয়ে আসছে। এখন নারীরা রাষ্ট্রের উচ্চপদে চাকরি করছেন, এমপি-মন্ত্রী থেকে শুরু করে সেনাবাহিনীর বড় কর্মকর্তা হচ্ছেন। তারা সব জায়গায়ই সমান অধিকার চাচ্ছেন এবং তা পাচ্ছেনও। এতো সুবিধার পরে আর কোটা চাওয়ার সুযোগ থাকে না। কোটা চাওয়া মানে হচ্ছে দয়ার ওপর নির্ভর করা।'

তিনি আরও বলেন,নারীদের ওপর কিছু চাপিয়ে দেওয়া হচ্ছে না। নারীদের রাজনৈতিক পদে চাপিয়ে দেওয়ার সময় শেষ হয়ে গেছে, এখন তাদের যোগ্যতা অর্জন করতে হবে। যোগ্য নারীরা মূলধারার রাজনীতিতে টিকে থাকতে পারবে।'

আরও পড়ুন:  ‘ডেঙ্গু নিয়ন্ত্রণে বিশেষ অবদানের জন্য কোন পুরস্কার গ্রহণ করিনি’

জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, নারীনেত্রী ইসরাত জাহান সোনালী প্রমুখ।

ইত্তেফাক/জেডএইচডি