শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে মাগুরায় নৌকাবাইচ

আপডেট : ১৯ অক্টোবর ২০১৯, ১৫:১৯

মাগুরার শ্রীপুর উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৫তম জন্মদিন উপলক্ষে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার চরচৌগাছী ঘষিয়াল গ্রামের গড়াই নদীতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী এ নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। এসময় নির্মল বিনোদনের জন্য নদীর তীরে দাঁড়িয়ে হাজার হাজার মানুষ এ নৌকাবাইচ উপভোগ করে।            

জানা যায়, ওই উপজেলার ঘষিয়াল গ্রামের গড়াই নদীতে চরচৌগাছি ঘষিয়াল গ্রামবাসী ক্লাব এর উদ্যোগে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে এ নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। নৌকাবাইচ প্রতিযোগিতায় ১২টি নৌকা অংশ নেয়। 

আরও পড়ুন: ৩১১ ভারতীয়কে ফেরত পাঠাল মেক্সিকো

প্রতিযোগিতায় রাজবাড়ির বাজনা গ্রামের হীরারতরি নৌকা ১ম, বহরপুর গ্রামের বঙ্গবন্ধুর সোনার তরী নৌকা ২য় এবং একই এলাকার বিএম একসপ্রেস ৩য় স্থান দখল করে। প্রতিযোগিতা শেষে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। 

এদিকে নৌকাবাইচ উপলক্ষে বসেছিল বিশাল গ্রামীণ মেলা। মেলায় মিষ্টি, কসমেটিক, চুরি-ফিতা, খেলনা , মাটির সামগ্রী, বাশঁ, বেত সামগ্রীসহ নানা নিত্য ব্যবহার্য সামগ্রীর বিক্রির জন্য উঠেছিল। 

নৌকাবাইচ উদযাপন কমিটির সভাপতি  মো. মোবারেক আলী শেখ জানান, গ্রামবাংলার ঐতিহ্য ধরে রাখার জন্য নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এতে অনেক লোকের সমাগম হয়েছিল।    

ইত্তেফাক/এএএম