শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

গত ছয় সপ্তাহে আক্রান্তের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আপডেট : ২৭ জুলাই ২০২০, ১৮:২৯

প্রাণঘাতী করোনা ভাইরাসে প্রতিদিন আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, বিশ্ব জুড়ে করোনায় মহামারির পরিস্থিতি প্রতিদিন আরও খারাপের দিকে যাচ্ছে। গত ছয় সপ্তাহে কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাসচিব ড. টেড্রোস গেব্রেয়াসাস বলেছেন, করোনা ভাইরাসের মহামারিতে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা এ পর্যন্ত ঘোষিত সকল জরুরী অবস্থার মধ্যে কোভিড-১৯ পরিস্থিতি সবচেয়ে গুরুতর।

আরও পড়ুন: ভারতের সীমান্ত এলাকায় যুক্ত হচ্ছে ৫ যুদ্ধ বিমান!

জেনেভায় এক সংবাদ সম্মেলনে ড. টেড্রোস গেব্রেয়াসাস বলেন, সারা বিশ্বে এক কোটি ৬০ লাখ মানুষ এতে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৬ লাখ ৪০ হাজার। বিবিসি।


ইত্তেফাক/আরআই