শনিবার, ৩০ মার্চ ২০২৪, ১৬ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

পদত্যাগ করলেন লেবাননের নতুন প্রধানমন্ত্রী মোস্তফা আদিব

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২০, ২১:২৭

নতুন মন্ত্রীসভা গঠনে নিজের সিদ্ধান্ত বাধাগ্রস্ত হওয়ায় পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী মোস্তফা আদিব। শনিবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে এ সিদ্ধান্তের কথা জানান তিনি। খবর আল জাজিরার।

এদিকে বিবিসি জানায়, অর্থমন্ত্রী নিয়োগের বিষয়ে রাষ্ট্রপতি মাইকেল আউনের সঙ্গে আলোচনার পরপরই পদত্যাগের সিদ্ধান্ত নেন মোস্তাফা আদিব।

গণমাধ্যমগুলো বলছে, লেবাননের ক্যাবিনেটে মন্ত্রিত্ব নিয়ে শিয়া মতাবলম্বী দুই দল আমাল মুভমেন্ট ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর সঙ্গে মতের মিল না হওয়ায় সৃষ্টি হয়েছে সরকার গঠনে জটিলতা। আর এরই জেরে সরে দাঁড়ালেন লেবাননের নতুন প্রধানমন্ত্রী মোস্তফা আদিব।

আরও পড়ুন: করোনাকালে ভার্চুয়াল পদ্ধতিতে আপিল বিভাগে নিষ্পত্তি হয়েছে ৪ হাজার, বিচারাধীন ১৫ হাজার

জানা যায়, ৩১ আগস্ট দেশটির পার্লামেন্টে অনুষ্ঠিত ভোটাভুটিতে সংখ্যাগরিষ্ঠ আইনপ্রণেতাদের সমর্থন পান তিনি। ইরান-সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ এবং সৌদি আরবের সমর্থন পাওয়া সাবেক প্রধানমন্ত্রী সাদ হারিরির দলসহ ছোট ছোট দলের বেশ কয়েকটি জোটই তাকে সমর্থন দেয়।

ইত্তেফাক/আরআই