বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মহানবীকে অবমাননা ফ্রান্সের প্রেসিডেন্টের, ক্ষমা চাওয়ার আহ্বান লিবিয়ার

আপডেট : ২৭ অক্টোবর ২০২০, ১৬:০৪

মহানবী হযরত মুহাম্মদ (সা.)কে অবমাননার দায়ে মুসলিম বিশ্বের কাছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে লিবিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে অবিলম্বে ম্যাকরনকে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়।

বিশ্বনবীকে অবমাননা করে ফরাসী প্রেসিডেন্টের দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে লিবিয়া। সোমবার লিবিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুহাম্মদ আল-কাবলাবি ত্রিপোলিতে বলেছেন, ম্যাকরনের ইসলামি অবমাননাকর বক্তব্যে তার প্রতি মানুষের ঘৃণা বেড়েছে। তিনি দেশে রাজনৈতিক ফায়দা হাসিলের লক্ষ্যে এ ধরনের বক্তব্য দিয়েছেন।

আরও পড়ুন: করোনা: জুলাইয়ের পর ভারতে সবচেয়ে কম রোগী শনাক্ত

তিনি বলেন, ইউরোপীয় মানবাধিকার আদালতের পক্ষ থেকে ২০১৮ সালে দেয়া রায়ে ইসলামের নবী (সা.)-এর অবমাননা বাক স্বাধীনতার মধ্যে পড়ে না। কিন্তু ফরাসী প্রেসিডেন্ট তা লঙ্ঘন করেছে। তাকে অবিলম্বে এই উসকানিমূলক বক্তব্য প্রত্যাহার করে বিশ্ব মুসলিমের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে হবে। পার্সটুডে।


ইত্তেফাক/আরআই