বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

হামজা বিন লাদেনের মৃত্যু নিশ্চিত করেছেন ট্রাম্প

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৯, ০২:৪৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনান্ড ট্রাম্প নিশ্চিত করেছেন, আল-কায়দা নেতা ওসামা বিন লাদেনের ছেলে হামজা বিন লাদেন মারা গেছেন। হোয়াইট হাউজ থেকে দেওয়া সংক্ষিপ্ত বিবৃতিতে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, হামজা বিন লাদেন আল-কায়দার শীর্ষ পর্যায়ের সদস্য এবং ওসামা বিন লাদেনের পুত্র আফগানিস্তান/পাকিস্তান এলাকায় যুক্তরাষ্ট্রের চালানোর সন্ত্রাসবিরোধী এক অভিযানে নিহত হয়েছেন।

আমেরিকা কখন এই অভিযান চালিয়েছে তা বিবৃতিতে স্পষ্ট করা হয়নি। গত মাসে মার্কিন মিডিয়ায় গোয়েন্দা কর্মকর্তাদের উদ্ধৃত করে এক বিমান হামলায় তার নিহত হওয়ার খবর প্রকাশ করে।

আরো পড়ুন: ‘আমি বাবলু শেখ, শ্রী বাবু না’

দুই বছর আগে আমেরিকা তাকে বিশ্ব সন্ত্রাসী হিসাবে আনুষ্ঠানিকভাবে চিহ্নিত করে। মনে করা হতো, হামজা বিন লাদেন তার পিতা ওসামা বিন লাদেনের সম্ভাব্য উত্তরসূরী। ধারণা, হামজার বয়স প্রায় ৩০ বছর। তিনি আমেরিকা এবং অন্যান্য দেশের ওপর আক্রমণ চালানোর ডাক দিয়েছিলেন। বিবিসি।

ইত্তেফাক/বিএএফ