শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ডোমার পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ চলছে

আপডেট : ০২ নভেম্বর ২০২১, ১১:৫১

নীলফামারীর ডোমার পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ চলছে। আজ মঙ্গলবার (২ নভেম্বর) সকাল ৮ থেকে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়েছে। তবে এবারেই প্রথম ইভিএম পদ্ধতিতে ভোট হওয়া বয়স্ক মানুষদের ভোট দিতে সময় বেশি লাগছে। 

এ নির্বাচনে তিনজন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। তারা হলেন, আওয়ামী লীগ সমর্থীত গণেশ কুমার আগরওয়ালা (নৌকা), স্বতন্ত্র প্রার্থী মনছুরুল ইসলাম দানু (নারিকেল গাছ) ও আফরোজা নাজনীন রুমি (মোবাইল ফোন)।

নীলফামারীর ডোমার পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ

এছাড়া ৩২ জন কাউন্সিল প্রার্থী ও ১১ জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। এই পৌরসভাটিতে মোট ভোটার সংখ্যা ১৩ হাজার ৫৪০ জন। এর মধ্যে নারী ভোটার ৬ হাজার ৮৭৩ জন এবং পুরুষ ভোটার ৬ হাজার ৬৬৭ জন। 

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গির হোসেন জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলছে। পরিবেশ শান্ত ও স্বাভাবিক রাখতে আইশৃংখলা বাহিনী কাজ করছে।

ইত্তেফাক/কেকে