শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ভান্ডারিয়ায় মঞ্জুর জমিতে শেখ কামাল অডিটোরিয়াম উদ্বোধন

যাদের প্রচেষ্টায় দেশ স্বাধীন হয়েছে তাদের স্মৃতি রক্ষা করতে হবে: আনোয়ার হোসেন মঞ্জু

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ১৪:০৫

জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি বলেছেন, ‘যাদের পরিশ্রম, ত্যাগ তথা অবদানে বাংলাদেশ আজ বিশ্বের বুকে একটি স্বাধীন, আধুনিক ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, তাদের অবশ্যই জাতির মর্যাদার সঙ্গে স্মরণ করতে হবে।’ 

তিনি বলেন, ‘আজ আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের নামে ভাণ্ডারিয়ায় একটি অডিটোরিয়াম নির্মাণ ও উদ্বোধন করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মান প্রদর্শনের সুযোগ পেয়েছি। বঙ্গবন্ধু কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রীর অনুমতিক্রমে শেখ কামালের নামে এই প্রতিষ্ঠানটি গড়ে তুলতে পেরে আমরা পরিতৃপ্ত। এজন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। বঙ্গবন্ধু পরিবারের সঙ্গে আমার পরিবারের যে ঐতিহাসিক সম্পর্ক তা আমাদের এই  সফল প্রচেষ্টার মধ্য দিয়ে প্রতিভাত হয়েছে। যাদের প্রচেষ্টায় দেশ স্বাধীন হয়েছে তাদের স্মৃতি রক্ষার্থে আমাদের প্রচেষ্টা থাকতে হবে।’

গতকাল বুধবার রাতে পিরোজপুর জেলার ভাণ্ডারিয়ায় নবনির্মিত ‘শেখ কামাল পৌর অডিটোরিয়াম’ উদ্বোধন করে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, ‘বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে জন্ম নিয়েছে, তার অবদান বঙ্গবন্ধুর। এই অবদানের প্রতিদান আজকে বাংলাদেশের একটি প্রত্যন্ত উপজেলায় দিতে পেরে আমরা কৃতার্থ।’

আনোয়ার হোসেন মঞ্জু আরো বলেন, ‘এলাকার মানুষের মধ্যে ঐক্য থাকলে সেখানে উন্নয়ন ত্বরান্বিত ও নিশ্চিত হয়। স্বাধীনতার পূর্বাপর রাজনীতির মধ্যে অবশ্যই ব্যবধান থাকতে হবে। স্বাধীনতার আগের আক্রমণাত্মক হিংসামূলক যে রাজনীতি ছিল তা স্বাধীন দেশে কাম্য নয়। রসুলাল্লাহ (সা.) মক্কা বিজয়ের পর তাঁর কাজে কৌশলগত পরিবর্তন এনেছিলেন। যেখানে ছিল শান্তি ও ঐক্যের রাজনীতি। আমাদেরও তা চর্চা করতে হবে। ইমান ও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। আমরা ৩৪ বছর ধরে মানুষের জন্য কাজ করি। আমাদের নিয়ত সৎ ছিল বলে মন্ত্রী বা উপদেষ্টা হিসেবে বিভিন্ন সরকারে আস্থার সঙ্গে কাজ করতে পেরেছি। আগামী প্রজন্মকে সৎ নাগরিক হিসেবে গড়ে তুলতে লেখাপড়া করানো আবশ্যক। পাশাপাশি দলমতের ঊর্ধ্বে উঠে মানুষের সেবা করতে হবে।’

অনুষ্ঠানের সম্মানিত অতিথি ইত্তেফাকের সম্পাদক সাবেক সংসদ সদস্য তাসমিমা হোসেন বলেন, ‘আজকে ভাণ্ডারিয়ায় আমার সহপাঠী ও পারিবারিক বন্ধু শেখ কামালের নামে যে অডিটরিয়ামটি নির্মিত হলো তার মাধ্যমে এ অঞ্চলের সাংস্কৃতিক চর্চার এক নতুন ক্ষেত্র উন্মোচিত হয়েছে। এলাকার নেতা আনোয়ার হোসেন মঞ্জু দীর্ঘদিন ধরে মানুষের কল্যাণে যে অবদান রেখে এসেছেন তারই ধারাবাহিকতায় এই অবকাঠামোটি নির্মিত হয়েছে। আমার দৃঢ় বিশ্বাস ও আশাবাদ, এই অডিটরিয়ামটিকে কেন্দ্র করে এলাকার মানুষের সামাজিক-সাংস্কৃতিক বিকাশ আরো বেগবান হবে।’

অনুষ্ঠানের বিশেষ অতিথি পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান বলেন, ‘ভাষার মাস ফেব্রুয়ারিতে ভাণ্ডারিয়ায় এক নতুন দিগন্তের উন্মেষ ঘটল। একটি অডিটরিয়ামকে কেন্দ্র করে এলাকার মানুষের বহুমুখী প্রতিভার স্ফুরণ ঘটে। সাবেক মন্ত্রী ও এলাকার সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু এ অডিটরিয়ামটি নির্মাণ করে মানুষের চিন্তা-চেতনার বিকাশে যে অবদান রেখেছেন তা অবশ্যই চিরস্মরণীয় হয়ে থাকবে।’

উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সীমা রানী ধরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, পুলিশ সুপার মো. সাইদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খসরু প্রমুখ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইত্তেফাকের পরিচালক মানিজা হোসেন, উপজেলা জেপির আহ্বায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুল হক জমাদ্দার, উপজেলা ভাইস চেয়ারম্যান মসিউর রহমান মৃধা, উপজেলা জেপির যুগ্ম-আহ্বায়ক গোলাম সরোয়ার জমাদ্দার, সদস্যসচিব ও ধাওয়া ইউপির চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, কাউখালী উপজেলা চেয়ারম্যান আবু সাইদ মিয়া মনুসহ ভাণ্ডারিয়া, কাউখালী ও ইন্দুরকানী উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।

উল্লেখ্য, ‘শেখ কামাল পৌর অডিটোরিয়াম’ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র শহিদ বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের নামে প্রতিষ্ঠা করা হয়েছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আনোয়ার হোসেন মঞ্জু এমপি অডিটরিয়ামটি নির্মাণের জন্য নিজের ব্যক্তিগত ৬৮ শতাংশ জমি দান করেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে অডিটরিয়ামটি নির্মিত হয়েছে। এতে ৬ কোটি ৬২ লাখ ৪০ হাজার টাকা ব্যয় হয়েছে। দেড় একর জমির ওপর নির্মিত ৫০০ আসনবিশিষ্ট এ অডিটরিয়ামটি আধুনিক ও দৃষ্টিনন্দন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে অডিটরিয়ামে খুলনা থেকে আসা শিল্পীদের কণ্ঠে লালন সংগীতসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানের আগে আনোয়ার হোসেন মঞ্জু ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য ভারত সরকারের উপহার ‘লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সে’র চাবি হস্তান্তর করেন।

এর আগে বিকালে আনোয়ার হোসেন মঞ্জু এমপি ভাণ্ডারিয়া থানা বালিকা বিদ্যালয়ের চার তলাবিশিষ্ট নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করেন। অনুষ্ঠানে আনোয়ার হোসেন মঞ্জু ছাড়াও বক্তব্য রাখেন পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ ও বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি লিয়াকত হোসেন তালুকদার। একই দিন ধাওয়া ইউনিয়নের উত্তর ধাওয়া আলহাজ্ব কাশেমিয়া আলিম মাদ্রাসার চারতলা ভিতবিশিষ্ট একতলা একাডেমিক ভবনের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আনোয়ার হোসেন মঞ্জু। এখানে ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু বক্তব্য রাখেন।

ইত্তেফাক/ ইআ