দায়িত্বই তার কাছে সবচেয়ে বড় বলে মনে করেন ময়মনসিংহের ত্রিশাল উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. তানজিলা ফেরদৌসী। এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘চাকরি নেওয়ার সময় ব্রত করেছিলাম, আমি দায়িত্বকে দায়িত্বই মনে করব। সেই থেকে দিন কিংবা রাত আমি দায়িত্বকে দায়িত্বই মনে করি। অতি সম্প্রতি ত্রিশাল উপজেলার বালিপাড়ার চেয়ারম্যান গেলাম মোহাম্মদ বাদল সাহেবের গরুর খামারে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হারুন অর রশিদ ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. তৌহিদুল ইসলাম স্যারের সঙ্গে যৌথভাবে রাত পর্যন্ত কাছ করে অনেকটাই সফল হয়েছি।’
তিনি বলেন, ‘এই খামারে সম্ভবত ফুড পয়জিংয়ের কারণে গরুর মড়ক শুরু হলে আমার কাছে খবর আসে। আমি সঙ্গে সঙ্গেই টিমওয়ার্কের সঙ্গে কাজ শুরু করি। কিন্তু আমরা সেখানে পৌঁছার আগেই দুটি গরুর মৃত্যু হয়। এরপর আমরা সেখানে পৌঁছে চিকিৎসা শুরু করি এবং ঐ খামারে আর কোনো গরুর মৃত্যু হয় নাই, ইনশাআল্লাহ।’
তিনি বলেন, ‘২০০৯ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ডিভিএমএমএসইন প্যাথলজিতে লেখাপড়া শেষ করার পর ২০১৪ সালে বিসিএসের মাধ্যমে প্রথম চাকরি শুরু ময়মনসিংহের ইশ্বরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ অফিসে। এরপর পাবনার ঈশ্বরদী এবং বর্তমানে ময়মনসিংহের ত্রিশাল উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে ভেটেরিনারি সার্জন হিসেবে কর্মরত আছি।’
তিনি আরো বলেন, ‘ত্রিশালে ২০২১ সালের ১০ জানুয়ারি যোগদানের পর থেকে গড়ে প্রতি মাসে গরু ২২ হাজার, মুরগি ২১ হাজার, হাঁস ১২ হাজার, কবুতর ৭০০, কোয়েল পাখি ৩০০সহ অন্যান্য গবাদি পশু-পাখির চিকিৎসা দিয়ে আসছি। এর পরও কাজ করতে আমার কাছে ভালোই লাগে। কারণ দায়িত্বই আমার কাছে সবচেয়ে বড়।